ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শর্মিলা ব্যানার্জীর কথনে লোকনৃত্য

প্রকাশিত: ০৭:২৮, ২৫ আগস্ট ২০১৫

শর্মিলা ব্যানার্জীর কথনে লোকনৃত্য

স্টাফ রিপোর্টার ॥ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত নৃত্য উপলব্ধির ষষ্ঠ পর্ব প্রদর্শন হবে ডেইলি স্টার বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এ পর্বের বিষয় লোকনৃত্য। অনুষ্ঠানে নৃত্যকথনে অংশ নেবেন নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জী। তিনি জানান, অনুষ্ঠানটিতে অডিও-ভিজুয়াল প্রদর্শনী, নৃত্যবিষয়ক বক্তব্য ও নৃত্যকলা প্রদর্শন করা হবে। এতে লোকনৃত্যের যে বিষয়গুলো তুলে ধরা হবে তা হলোÑ ভূমিকা, ইতিহাস ও বিবর্তন, বাংলাদেশের সংস্কৃতিতে এর তাৎপর্য, লোকনৃত্য পরিবেশন পাতা নাচ, পাইক নাচ, মার্য়ূভানজ চাউ, ত্রিপুরা, জুম নাচ এবং রাইবেশী। নৃত্য পরিবেশন করবেনÑ আফসানা ইসলাম, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহেরাজ হক তুষার, লাডলী মোহন মিত্র, ইরা বালা, কৃষ্ণা রায়, ফালগুনী সেন, শফিকুল ইসলাম, চন্দ্র্র চাকমা, ঝিলিক চাকমা, সূধা চাকমা, নাই আই সিন তুতু, আসাইনু মারমা, বিপাশা মারমা, ফারআদ আহমেদ সামিম ও জাসিমউদদীন। শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও পরিচালক শর্মিলা ব্যানার্জী শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যবিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি কথাকলি ও মণিপুরী নৃত্যে বিশেষভাবে পারদর্শী। কলকাতার মণিপুরী নৃত্যালয়ের খ্যাতিমান শিক্ষক গুরু বিপিন সিংহ ও শ্রীমতী কলাবতী দেবীর তত্ত্বাবধানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর তিনি ‘নর্তন বিশারদ’ উপাধিতে ভূষিত হন। তিনি ভরতনাট্যম, ওড়িশি এবং বিভিন্ন লোকজ নৃত্যেরও বিশেষজ্ঞ। নৃত্য নন্দন নামে একটি নাচের শিক্ষালয় তিনি পরিচালনা করেন। শর্মিলা ব্যানার্জী বর্তমানে ছায়ানটের নৃত্য বিভাগের প্রধান।
×