ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুর সাধনায় মিলন

প্রকাশিত: ০৭:২৯, ২৫ আগস্ট ২০১৫

সুর সাধনায় মিলন

সংস্কৃতি ডেস্ক ॥ ‘সখি ভালবাসা কারে কয়’ শিরোনামে গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিলন। সেখান থেকেই মিলনের পথচলা শুরু। আর এই পথচলায় যার অবদান অনস্বীকার্য তিনি হালের ক্রেজ সেরা কণ্ঠখ্যাত কণ্ঠশিল্পী ইমরান। মূলত ইমরানের হাত ধরেই গানের জগতে পা রাখেন মিলন। এরপর দর্শক শ্রোতাদের একাধিক ভাল গান উপহার দিয়েছেন তিনি। নিজেকে পরিণত করেছেন দর্শক শ্রোতাদের প্রিয় শিল্পী হিসেবে। সম্প্রতি এই জনপ্রিয় কণ্ঠশিল্পী গান গাওয়ার পাশাপাশি নিজেকে তৈরি করেছেন একজন সফল সুরকার হিসেবে। সুর সাধনায় নিজেকে ব্যস্ত রেখেছেন অনেক দিন ধরেই। তার সুরে গান গেয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, কাজী শুভ, তৌসিফ, ইমরানসহ অনেক জনপ্রিয় শিল্পীরা। নিজের সুরে প্রকাশ করেছেন ‘মিলন হলো এতদিনে’ নামে একটি মিক্সড এ্যালবাম। সুরের পাশাপাশি গান গেয়ে যাচ্ছেন পুরো দমে। গেল ঈদে তার সুর এবং গায়কীতে ‘তুই যে জানে জিগার’ গানটি শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র অল্প কয়েক দিনেই ইউটিউবে গানটি লক্ষাধিক দর্শক দেখেছেন এবং তাকে শুভ কামনা জানিয়েছেন। আসছে ঈদ-উল-আজহায় তার সুর এবং গায়কীতে দর্শক এবং শ্রোতারা একাধিক গান পাচ্ছেন। নিজের সুর, গায়কী এবং বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিলন বলেন, আমার প্রথম গানটি দিয়ে যে দর্শকদের এত ভালবাসা পাব তা ভাবিনি। এই জন্য আমি দর্শক শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। তাদের ভালবাসাই আমাকে আজকের এই অবস্থান দিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার সুরে কুমার বিশ্বজিৎ স্যার গেয়েছেন এবং আমার সুর করা গানগুলো শ্রোতারা ভালভাবে নিয়েছেন। ভবিষ্যতে শ্রোতাদের জন্য আরও ভাল ভাল সুর উপহার দিতে চাই। খুব শীঘ্রই আমার একক এ্যালবাম নিয়ে দর্শকদের সামনে হাজির হব। এই এ্যালবামে দেশের অনেক লিজেন্ড কাজ করেছেন। আশাকরি শ্রোতাদের ভাল লাগবে। কাল দেশ অপেরার যাত্রাপালা ‘একটি পয়সা’ সংস্কৃতি ডেস্ক ॥ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেশ অপেরার যাত্রাপালা ‘একটি পয়সা’। শ্রমিক আন্দোলনের ওপর পালাটি রচনা করেছেন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনা দিয়েছেন এম আলীম। প্রযোজনাটির সহযোগিতায় রয়েছেন আকাক্সক্ষা শিল্পীগোষ্ঠী। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মিলন কান্তি দে। ‘একটি পয়সা’ পালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এম আলীম, সহিদুর রহমান এনা, মোবারক হোসেন, জিয়াউল হক, দুলাল ঘোষ, কাজী রফিকুল ইসলাম, নুরুল হক তালুকদার, জি এম সিরাজ, সুদর্শন চক্রবর্তী, গোলাম মোস্তফা লেবু, সত্য দাশ, আবুল হাশেম, বনশ্রী, তপতী, সবিতা, জোছনা এবং শ্রাবণী।
×