ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ০৭:৪৫, ২৫ আগস্ট ২০১৫

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শহরের নিউমার্কেটের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর সোমবার সকালে উদ্বোধন করা হয়। সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর সকাল সাড়ে ৯টায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। গণপূর্ত অধিদফতর ৭.২ শতাংশ জমির উপর ১কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করছে। এ সময় মুক্তিযোদ্ধা রুহুল আমিন, শামসুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, ওমর আলী, আলাউদ্দিনসহ অন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দুপুরে খাবার প্রদান নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ আগস্ট ॥ সোমবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে কলাতিয়া ইউনিয়নের চর চামারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় চর চামারদহ এলাকার ২৫০ শিক্ষার্থীর তালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহে তিন দিন তাদের মাঝে দুপুরে খিচুরি ও অন্যান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ কর্মসূচীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান উপজেলা প্রশাসনের তহবিল হতে দুই টন চাল বরাদ্দ করেছেন। না’গঞ্জে তিন দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৪ আগস্ট ॥ শ্রমিক ছাঁটাই বন্ধ ও চাকরিতে পুনর্বহাল এবং বন্ধ কারখানা চালুর দাবিতে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মোতালেব মনোয়ারা, এন.টি এ্যাপারেলস ও প্রীতম গার্মেন্টসের শতাধিক শ্রমিক মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ ও শ্রমিক কর্মচারী ঐক্য জোট নেতা আব্দুল কাদের প্রমুখ। বরিশালে ৩৫ শিক্ষার্থী অজ্ঞাত রোগে অসুস্থ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থী অজ্ঞাত রোগে (গণহিস্টিরিয়া) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিটে তাদের ভর্তি করা হয়। চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের দু’ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কিছুসময় পর একে একে স্কুলের ২০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করে অসুস্থদের হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, তার স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল ছুটি দিয়ে তাদেরকেও শেবাচিমে ভর্তি করা হয়েছে। নাটোরে বিদেশী পিস্তলসহ যুবক আটক সংবাদদাতা, নাটোর, ২৪ আগস্ট ॥ নাটোরের লালপুরে বিদেশী পিস্তলসহ সুইট আলীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১০টার দিকে উপজেলার আব্দুলপুর সজীবপাড়া থেকে তাকে আটক করা হয়। সুইট একই এলাকার তৌফিল আলীর ছেলে। পুলিশ জানায়, সুইটের বাড়ির শয়নঘরে বিছানার নিচে লুকিয়ে বাড়ির গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৪ আগস্ট ॥ গোয়ালন্দ ঘাট-পোড়াদহ রেলপথের গোয়ালন্দ বাজার রেলগেট এলাকায় সোমবার দুপুরে ট্রেনে কাটা পড়ে ফারুক মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফারুখ গোয়ালন্দ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কুমরাকান্দি গ্রামের সমিরউদ্দিন মোল্লার পুত্র। রাজবাড়ী জিআরপি জানায়, সোমবার দুপুরে রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাটগামী নকশীকাঁথা মেইল ট্রেনে কাটা পড়ে ফারুখের মৃত্যু হয়।
×