ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে পাওনা নিয়ে সংঘর্ষ আহত ১০

প্রকাশিত: ০৭:৪৬, ২৫ আগস্ট ২০১৫

সোনারগাঁওয়ে পাওনা নিয়ে সংঘর্ষ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৪ আগস্ট ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নয়াবাড়ি এলাকায় কারখানার শ্রমিকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষ ১০ জন আহত হয়েছে। শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধ ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ২টায়। শ্রমিক ও পুলিশ জানায়, রহিম স্টিল মিলের শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে ও বেশ কয়েক কর্মী ছাঁটাই করায় সোমবার সকালে তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করে। এ সময় তাদের পাওনা টাকা পরিশোধের দাবিতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে। এক পর্যায়ে মালিক পক্ষে কর্মচারীরা অন্য শ্রমিকদেরও চাকরিচ্যূত করার হুমকি দেয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে হাসান মাহমুদ, দুলাল মিয়া, স্বপন, জজ মিয়া, মোহাম্মদ আলী, মাসুদ, টিটু ও মীর হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। নীলফামারীতে কাজ শেষ না হতেই হেলে পড়েছে প্রাচীর স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নির্মাণ কাজ শেষ না হতেই হেলে পড়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সীমানা প্রাচীর। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হেলে পড়া সীমানা প্রাচীরটি যাতে শুয়ে না পড়ে সে জন্য খুঁটি দিয়ে আটকানোর চেষ্টা করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজ হওয়ার কারণে সীমানা প্রাচীরটি হেলে পড়েছে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মূল ভবনটি নির্মাণেও অনিয়ম করার অভিযোগ করা হয়।
×