ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৭:৫৫, ২৫ আগস্ট ২০১৫

সাধারণ বিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর) ২৮. মূত্রের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়? ক) কার্বন ডাইঅক্সাইড ঘটিত খ) নাইট্রোজেন ঘটিত গ) লৌহ ঘটিত ঘ) ইউরিয়া ঘটিত ২৯. শিখাকোষের কাজ কী? ক) শ্বসন খ) পরিপাক গ) রেচন ঘ) শিকার ধরা ৩০. কোনটিতে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়? ক) ইস্ত্রিতে খ) ইলেকট্রিক কেটলিতে গ) টিভিতে ঘ) বাড়ির মেইন সুইচ ৩১. লঘুমস্তিষ্কের অংশ নয় নিচের কোনটি? ক) সেরিবেলাম খ) সেরিব্রাম গ) পনস ঘ) মেডুলা ৩২. নিচের কোনটি নিরপেক্ষ পদার্থের উদাহারণ? ক) এসিড খ) ক্ষার গ) লবণ ঘ) ক্ষারক ৩৩. মোমের দহনে সঞ্চিত রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক) স্থিতি শক্তি খ) শব্দ গ) আলো ঘ) বিভব শক্তি ৩৪. কোন অঙ্গেল সাহায্যে উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে? ক) পাতা খ) মূল গ) কা- ঘ) বৃন্ত ৩৫. অ্যামোনিয়াম ক্লোরাইডের সাধারণ নাম কী? ক) নিশাদল খ) তুঁতে গ) গ্লুকোজ ঘ) ইমসন লবণ ৩৬. নিচের কোনটি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী? ক) যকৃতকৃমি খ) গোলকৃমি গ) কেঁচো ঘ) জোঁক ৩৭. আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে? ক) অ্যারিস্টটল খ) নীলস বোর গ) চ্যাডউইক ঘ) জন ডাল্টন ৩৮. জীবের জনন কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে? ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) বাডিং ৩৯. ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কোন বর্ণে পরিবর্তিত করে? ক) নীল খ) হলুদ গ) বেগুনি ঘ) গোলাপি ৪০. তহঝ প্রস্তুতিতে প্রয়োজন- র. তহ রর. ঝ ররর. ঙ২ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪১. মিয়োসিসে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? ক) ১ বার খ) ২ বার গ) ৩ বার ঘ) ৪ বার ৪২. যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য সহজেই চলাচল করতে পারে তাকে কী বলে? ক) অভেদ্য পর্দা খ) কোষ পর্দা গ) ভেদ্য পর্দা ঘ) অর্ধভেদ্য পর্দা ৪৩. কোন যৌগিক পদার্থটি নীল লিটমাসকে লাল করে? ক) ঘধঙঐ খ) ঘঈও গ) কঙঐ ঘ) ঈঁঙ ৪৪. ইউরেনাসের উপগ্রহ কয়টি? ক) ৬৩ খ) ৩৪ গ) ২৭ ঘ) ১৩ ৪৫. মাঝারি নক্ষত্রের রং কী? ক) লাল খ) নীল গ) হলুদ ঘ) সবুজ ৪৬. ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটটিকে কোনটি থেকে বের করা হয়? ক) সøাইড খ) ডায়াফ্রাম গ) সাটার ঘ) বাক্স ৪৭. সুন্দরবনের উদ্ভিদের মূলের আগায় কী থাকে? ক) কাটা খ) বায়ুথলি গ) ছিদ্র ঘ) শাখামূল ৪৮. চোখের স্ফটিক উত্তল লেন্সে নিচের কোনটি উপস্থিত? ক) নরম স্বচ্ছ পদার্থ খ) সাদা আবরণ গ) আইরিস ঘ) অ্যাকুয়াস হিউমার উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: অমিত প্রায়ই পেটের সমস্যায় ভোগে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার অমিতকে বলল স্নেহ, আমিষ ও এক প্রকার সহজপাচ্য খাদ্য খাওয়া একান্ত প্রয়োজন। ৪৯. নিচের কোনটির সহজপাচ্যতার গুণক? ক) খনিজ লবণ খ) ভিটামিন গ) শর্করা ঘ) প্রোটিন ৫০. মহাবিশ্বের যে অংশে পদার্থ বেশি ঘণীভূত হয়েছে তাকে বলে- র. গ্যালাক্সি রর. ছায়াপথ ররর. নক্ষত্রজগৎ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ক) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (ক) ৪৯. (গ) ৫০. (গ)
×