ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাসে অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে মাইকে ঘোষণা দেয়া হবে

প্রকাশিত: ০৮:১৭, ২৫ আগস্ট ২০১৫

বাসে অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে মাইকে ঘোষণা দেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ বাসে যাতায়াতের সময় অপরিচিত কারও দেয়া খাবার না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ সংক্রান্ত পর্যাপ্ত স্টিকার প্রতিটি বাসে লাগানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যাত্রীদের বাসে ওঠার পর পরই মাইকে এ সংক্রান্ত ঘোষণা দেয়ার কথা বলা হয়েছে। অজ্ঞান ও মলমপার্টি প্রতিরোধে পুলিশের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বাসটার্মিনালে আলোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাসযাত্রীদের ভিডিও ধারণ করে রাখার পরামর্শও দেয়া হয়েছে। সোমবার রাত আটটার দিকে সায়েদাবাদ বাসটার্মিনালে আলোচনা। সভায় এসব সিদ্ধান্ত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোহাম্মদ মারুফ হাসান। অন্যান্যের মধ্যে ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের উপকমিশনার মোঃ মাইনুল হাসান, সায়েদাবাদ বাসটার্মিনালের বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী শোভাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
×