ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় স্কুলছাত্রী অপহরণকালে গণপিটুনিতে নিহত ৩

প্রকাশিত: ০৬:০৭, ২৬ আগস্ট ২০১৫

পাবনায় স্কুলছাত্রী অপহরণকালে গণপিটুনিতে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ আগস্ট ॥ পাবনায় এক স্কুলছাত্রীকে অপহরণকালে জনতা ৩ জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার সাঁথিয়া উপজেলার চতুরহাটের কাঠপট্টিতে ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কয়েকজন অপরিচিত ব্যক্তি চতুরহাটের আশপাশ দিয়ে সন্দেহজনকভাবে ঘেরাফেরা করছিল। এ সময় অপহরণকারী দলের একজন মহিলা সদস্য চতুরহাট কাঠপট্টির সামনে থেকে বেড়া আলহেরা একাডেমির একজন ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে একটি কালো রঙের মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে ওই মহিলা সঙ্গীদের ফেলে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। এ সময় জনতা অপহরণকারী অপর ৩ জনকে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে। বিক্ষুব্ধ জনতা এ সময় গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু ঘটে। নিহতদের বয়স ৪০- এর উপরে। ঘটনাস্থল থেকে সাঁথিয়া থানা পুলিশ ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন। অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ৩-৪ দিনে ওই এলাকা থেকে ২জন শিশুসহ ৪ জন অপহৃত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকার জনগণের মধ্যে শিশু অপহরণের আতঙ্ক বিরাজ করছিল।
×