ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে সৌহার্দ্য আরও সম্প্রসারিত করতে হবে ॥ আইজিপি

প্রকাশিত: ০৬:৩২, ২৬ আগস্ট ২০১৫

পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে সৌহার্দ্য আরও সম্প্রসারিত করতে হবে ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জাতীয় নিরাপত্তা, প্রয়োজন ও সঙ্কটকালে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে থাকেন। দেশের প্রয়োজনেই বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যকে আরও সম্প্রসারিত করতে হবে। মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স-২০১৫ এর প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় তিনি এ সব কথা বলেন। এনডিসির চীফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহ-উল-আলম চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আইজিপি ও প্রতিনিধি দলের প্রধান পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। পরে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এআইজি কাজী জিয়াউদ্দিন বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা, পুলিশের সীমাবদ্ধতা ও ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি বিষয় প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন। তিনি জনমুখী পুলিশিং ফোর্স থেকে সার্ভিসে রূপান্তর ও পুলিশের প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। প্রতিনিধি দলের সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা, ট্রাফিক ব্যবস্থাপনা, ভবিষ্যত পুলিশিং ইত্যাদি সম্পর্কে জানতে চান। পুলিশের এআইজি রখফার সুলতানা খানমের পরিচালনায় ডিআইজি চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন, ডিআইজি মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোঃ ফিরোজ-আল-মুজাহিদ খান, প্রমুখ প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নিউইয়র্কের উদ্দেশে ডেপুটি স্পীকারের ঢাকা ত্যাগ সংসদ রিপোর্টার ॥ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পার্লামেন্ট স্পীকারদের চতুর্থ বিশ্ব সম্মেলনে যোগ দিতে ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৩১ আগস্ট হতে ২ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে নিউইয়র্কের উদ্দেশে প্রতিনিধি দল রওনা দিয়েছেন। প্রতিনিধি দলে আছেন সংসদ সদস্য মনিরুল ইসলাম এবং ডেপুটি স্পীকারের একান্ত সচিব আবু আল হেলাল। এছাড়া ওই সম্মেলনে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সভাপতি ও সরকারদলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
×