ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ

প্রকাশিত: ০৬:৩৭, ২৬ আগস্ট ২০১৫

মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজারে মঙ্গলবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৭ কোটি টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩৯৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর। সকালের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ইসলামী ব্যাংক, সিএ্যান্ডএ টেক্সটাইল, ইবনে সিনা এবং বাংলাদেশ স্টিল রি- রোলিং মিলস লিমিটেড। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপেক্স ফুডস, ইবনে সিনা, ইস্টার্ন লুব্রিক্যান্টস, শমরিতা হসপিটাল, এ্যাপেক্স ট্যানারি, আইসিবি, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, সাফকো স্পিনিং ও কাসেম ড্রাইসেল। ডিএসইর দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সমতা লেদার, অলটেক্স, প্রাইম ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, পিপলস লিজিং, আলহাজ্ব টেক্সটাইল, ঢাকা ডায়িং, এসিআই ফর্মুলেশন ও ৩য় আইসিবি। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টি কোম্পানির, দর কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, অলিম্পিক এক্সেসরিজ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
×