ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

প্রকাশিত: ০৭:১৬, ২৬ আগস্ট ২০১৫

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

(পূর্ব প্রকাশের পর) ২০. স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কাকে? ক) চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে খ) রাজনৈতিক দলকে গ) জনগণকে ঘ) শিক্ষক সমাজকে ২১. জনমতের গুরুত্ব লক্ষ্য করা যায়- র. সুশাসনে রর. গণতন্ত্রে ররর. সমাজে নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২২. এরিস্টটল ছিলেন- র. স্বেচ্ছাচারের ঘোর বিরোধী রর. ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ররর. রক্ষণশীল বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. সাম্য ও স্বাধীনতা গণতান্ত্রিক ধারাকে সচল রাখে। এদের লক্ষ্য হলো- র. ব্যক্তির পূর্ণতা বিধান রর. সমতা নিশ্চিত করা ররর. আইনের বাস্তবায়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৪. জাতীয় জনসমাজ ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কোনটি গঠিত হয়? ক) গোষ্ঠী খ) জাতি গ) সমাজ ঘ) পরিবার ২৫. নৈতিকতা কী? ক) অসৎ নীতি খ) মূল্যবোধের ব্যবহার গ) নীতি সংক্রান্ত বিষয় ঘ) সামাজিক ন্যায়বিচার ২৬. লিবিয়ার সাবেক একনায়ক ছিলেন কে? ক) মুয়াম্মার গাদ্দাফি খ) হিটলার গ) মুসোলিনী ঘ) কার্ল মার্কস ২৭. জাতীয়তা হলো- র. ধর্মীয় বন্ধনে আবদ্ধ জনসমষ্টি রর. প্রজ্ঞার বন্ধনে আবদ্ধ জনসমষ্টি ররর. ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ জনসমষ্টি নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৮. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন রাষ্ট্রপতি পরপর দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পানের না। এর ফলে মার্কিন সমাজে গড়ে ওঠে না- ক) সুশাসন খ) গণতান্ত্রিক মূল্যবোধ গ) কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো ঘ) ন্যায়বিচার ২৯. জাতীয়তাবাদের জনক কে? ক) রামজে ম্যূর খ) ফ্যাসিনি গ) বার্নাডশ ঘ) রেঁনান ৩০. কৎধঃবরহ শব্দের অর্থ কী? ক) শাসন খ) শোষণ গ) নির্দেশ ঘ) অনুরোধ ৩১. নাগরিকের মঙ্গল সাধনের উদ্দেশ্য কাজ করে- র. পৌরনীতি রর. লোকপ্রশাসন ররর. নৃবিজ্ঞান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩২. সরকারের বিভাগ কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৩৩. অধিকার প্রধানত কয়ভাগে বিভক্ত? ক) ভোটদানের অধিকার খ) নিজ ধর্ম পালনের অধিকার গ) পরিবার গঠনের অধিকার ঘ) আবেদন করার অধিকার ৩৪. আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমান অধিকার লাভ করবে- র. ধনী-দরিদ্র রর. বিচ্ছৃঙ্খলাকারী ররর. সবল দুর্বল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৫. সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম? ক) শিক্ষর প্রসার খ) মতামত প্রকাশের স্বাধীনতা গ) সামাজিক স্বার্থ ঘ) ঐক্য ও সংহতি মনোভাব ৩৬. জনমতকে গণকল্যাণকামী বলা হয় কেন? ক) ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট খ) জনগণের স্বার্থ সংশ্লিষ্ট গ) নেতাদের স্বার্থসংশ্লিষ্ট ঘ) আমলাদের সংশ্লিষ্ট ৩৭. জাতীয়তাবাদী চেতানার ফসল কী? ক) জাতীয়তাবাদী খ) জাতি গ) উপজাতি ঘ) গোষ্ঠী ৩৮. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলে? ক) শাসক খ) আমলা গ) চাকরিজীবী ঘ) প্রজা ৩৯. জাতীয় সঙ্কটে মানুষকে জীবন উৎসর্গে উৎসাহ দেয় কোনটি? ক) পরিবার খ) দেশপ্রেম গ) সমাজ ঘ) জাতি ৪০. সাম্য বলতে বোঝায়- র. সকলের জন্য সমান সুযোগ রর. নিজ নিজ দক্ষতা বিকাশের সুযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. নিম্ন আদালত কত প্রকার? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার
×