ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিহারী ক্যাম্পে সংঘর্ষ

ক্ষতিপূরণের কেন নির্দেশ দেয়া হবে না ॥ হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৭:৩৫, ২৬ আগস্ট ২০১৫

ক্ষতিপূরণের কেন নির্দেশ দেয়া হবে না ॥ হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ এক বছর আগে মিরপুরের কালশীতে আটকেপড়া পাকিস্তানীদের ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ক্যাম্পের উর্দুভাষী দুই নেতার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। অন্যদিকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানিতে খাদ্য অধিদফতরের দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করার জন্য লিগ্যাল নোটিস পাঠিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। মঙ্গলবার কালশীতে আগুনে পুরে নিহতদের পরিবারের ক্ষতি পূরণের জন্য রুল জারি করেছে হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হালিম চাকলাদার। সঙ্গে ছিলেন আইনজীবী হাফিজুর রহমান খান। আদালতে রিট আবেদনটি দায়ের করেন উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলেটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত হোসেন খান ও সেক্রেটারি মোঃ সাহিদ আলী বাবু। স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, মিরপুর জোনের ডিসি, ডিবির যুগ্ম কমিশনার, পল্লবী থানার ওসি (তদন্ত ) ও ঢাকা জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০১৪ সালের ১৪ জুন শব-ই-বরাতের রাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কালশীর ওই ক্যাম্পে সংঘর্ষে ১০ জন নিহত হন। সংঘর্ষের সময় কয়েকটি ঘরে আগুন দেয়া হলে একই পরিবারের নয় জন পুড়ে মারা যান। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আজাদ নামে একজন নিহত হন।
×