ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা ॥ ৪ জন আটক

প্রকাশিত: ০৭:৫৫, ২৬ আগস্ট ২০১৫

বিমানবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা ॥ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার ॥ বিমানবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করার দায়ে ৪ প্রতারক আটক ও ৪৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাদেরকে পল্লবী থানাধীন ডিওএইচএস থেকে আটক করে। তারা হলেন-বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত সিভিল স্টাফ মোঃ জহিরুল ইসলাম, তাদের সহযোগী মোঃ স্বপন হোসেন ও মোঃ এনামুল হক লিটন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কলেজের প্রভাষক, হাইস্কুলের প্রধান শিক্ষক, উপজেলা সরকারী গেজেটেড কর্মকর্তা, সরকারী ডাক্তার, ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিবর্গের ৫০টি সীল, ৪৬টি একশত টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও নিকাহনামা, ৬০টি এমওডিসি (মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টেবল) পদে চাকরির আবেদন ফরম ও বিভিন্ন প্রার্থীর ৫২টি মেডিক্যাল রিপোর্টের নথি উদ্ধার করা হয়।
×