ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০৫, ২৭ আগস্ট ২০১৫

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের এক সাবেক কর্মকর্তাকে আট বছরের কারাদ- প্রদান করা হয়েছে। দ-িত সাবেক এই কর্মকর্তার নাম শেখ আকরাম হোসেন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিনের আদালত এ দ-াদেশ প্রদান করেন। অপর দুটি মামলার রায়ে এই কাস্টম কর্মকর্তার স্ত্রী জাহানারা বেগম ও নিলুফার ইয়াসমিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ সাংবাদিকদের জানান, কাস্টমসের সাবেক কর্মকর্তা শেখ আকরাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ৯২ লাখ ১১ হাজার ১৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার কাস্টম এক্সসাইজ এ্যান্ড ভ্যাট কমিশন কার্যালয়ের সাবেক সুপারিনটেনডেন্ট। দুদকের উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে ২০১১ সালের ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।
×