ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত সেমির লড়াই আজ

প্রকাশিত: ০৬:৪৭, ২৭ আগস্ট ২০১৫

বাংলাদেশ-ভারত সেমির লড়াই আজ

স্পোটর্স রিপোর্টার ॥ অল নেপাল ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে নেপালের ললিতপুরে চলমান ‘সাফ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ’ ফুটবলের প্রথম আসরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল হবে বেলা সোয়া ১২টায়। এতে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল বনাম ‘বি’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তান। বিকেল পৌনে ৪টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত বনাম ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে ২৯ আগস্ট দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। সোমবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে ২-১ গোলে হেরে যায় স্বাগতিক নেপালের কাছে। দুর্ভাগ্যজনকভাবেই, কারণ খেলা শেষ হওয়ার মিনিটখানেক আগে আত্মঘাতী গোল হজম করে বাংলাদেশ! তাদের জন্য আরও দুঃখের ব্যাপার, ম্যাচের প্রথম গোলটি করেছিল তারাই। বাংলাদেশ নিজেদের গ্রুপপর্বে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে। পক্ষান্তরে গ্রুপপর্বে ভারতই তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারায় ৩-০ গোলে। এ টুর্নামেন্টে ভারতই একমাত্র দল, যারা এখনও কোন গোল হজম করেনি! কয়েক দিনের ব্যবধানে আবারও ‘ব্লু টাইগার্স’ খ্যাত ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ‘বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ। পাঠক নিশ্চয়ই বিভ্রান্তিতে পড়ছেন, তাই না! মনে মনে ভাবছেন সাফ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ আসরে বাংলাদেশ তো ভারতের গ্রুপেই ছিল না। তাছাড়া শেষ চারের দ্বৈরথে এখনও মোকাবেলা করেনি, তাহলে? বিষয়টি তাহলে খোলাসা করা যাক। কয়েক দিন আগেই (৯-১৮ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ‘সাফ অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ’-এর তৃতীয় আসর। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মাত্র পাঁচ দিনের ব্যবধানে তারা দুই-দুইবার পরাভূত করে দ্বিতীয় আসরের শিরোপাধারী শক্তিশালী দলকে। ১৩ আগস্ট গ্রুপপর্বে বাংলাদেশের কিশোররা ২-১ গোলে হারায় ভারতকে। এরপর ১৮ আগস্ট ফাইনালে একই দলকে টাইব্রেকারে ৪-২ (১-১) গোলে হারিয়ে মেতে উঠেছিল শিরোপা জয়ের অনাবিল আনন্দে। অথচ সিনিয়র পর্যায়ে গত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দল কিছুতেই হারাতে পারছে না ভারত দলকে (অবশ্য হারেওনি, সব ম্যাচই ড্র করেছে)। অনুর্ধ-১৬ দলের কিশোরদের জোড়া ভারতবধের সাফল্যে উজ্জীবিত হয়ে এখন অনুর্ধ-১৯ দলের যুবাদের পালা একই দলকে পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দেয়ার। নেপাল যাওয়ার আগে অনুর্ধ-১৯ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশে। প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেডের রিজার্ভ বেঞ্চের সঙ্গে। আজকের সেমির ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ কী পারবে স্বপ্নের ফাইনালে নাম লেখাতে? সেটাই এখন দেখার বিষয়।
×