ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিলানেই স্বস্তি বালোতেল্লির

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ আগস্ট ২০১৫

মিলানেই স্বস্তি বালোতেল্লির

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এখানে (সানসিরো) ফিরে আসতে পেরে আমি খুব খুশি। এই ক্লাবটি (এসি মিলান) আমার হৃদয়জুড়ে অবস্থান করছে। সবসময়ই এখানে খেলার আশা করি। শারীরিকভাবেও আমি ফিট। এখন শুধু পুরো দলের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষা’- কথাগুলো মাারিও বালোতেল্লির। মঙ্গলবার পুরনো ক্লাব এসি মিলানে মেডিক্যাল পরীক্ষার পর কথাগুলো বলেন ইতালি জাতীয় দলের তারকা এই স্ট্রাইকার। আগের দিনই নিশ্চিত হয়, ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে স্বদেশী ইতালিয়ান ক্লাব এসি মিলানে ফিরছেন বালোতেল্লি। তবে পাকাপাকিভাবে নয়, এক মৌসুমের জন্য ধারে আসছেন সাবেক ক্লাবটিতে। অবশ্য এখনও চূড়ান্ত হয়নি তার দলবদলের বিষয়টি। ২০১৪ সালের আগস্টে এ্যানফিল্ডে যোগ দেয়ার পর গত মৌসুমে লিভারপুলের হয়ে মাত্র এক গোল করেন এই ব্যাডবয়। নতুন মৌসুম শুরুর আগে দ্য রেডসদের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের সফরে ছিলেন না ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। গত মৌসুমে এসি মিলান ছেড়ে লিভারপুলে যোগ দেন বালোতেল্লি। তবে ফর্মহীনতায় রেডসদের আস্থা অর্জন করতে পারেননি ইতালির এই খ্যাপাটে ফুটবলার। এর আগে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন। এ প্রসঙ্গে মিলানের প্রধান নির্বাহী কর্মকর্তা আড্রিয়ানো গালিয়ানি বলেন, বালোতেল্লি আমাদের আশ্বস্ত করায় তাকে আবারও দলে আনছি। সে এক বছর ধারের চুক্তিতে খেলবে। সিরি-এ তে নিজেদের প্রথম ম্যাচে ফিওরেন্টিনার কাছে ২-০ গোলে হারের পর বালোতেল্লির বিষয়টিতে আমরা গুরুত্ব দিই। তবে তাকে শেষবারের মতো সুযোগ দেয়া হচ্ছে। এর আগে মিলানের হয়ে দেড় মৌসুমে ৫৪ ম্যাচ খেলে ৩০ গোল করেন বালোতেল্লি। গত বছরের গ্রীষ্মে মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। কিন্তু এ্যানফিল্ডে ক্যারিয়ারের অন্যতম বাজে একটি মৌসুম কাটিয়ে এই বিতর্কিত ইতালিয়ান স্ট্রাইকার ফের সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলে যোগ দিচ্ছেন। মিলানে নিজের লক্ষ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বালোতেল্লি বলেন, অনেক কিছুই তো মনে আছে। কিন্তু এখনই সবকিছু বলার সময় আসেনি। আজ (মঙ্গলবার) থেকে কাজ শুরু করছি, দেখা যাক কী হয়। ইংলিশ প্রিমিয়ার লীগের সময়টা খুব একটা ভাল কাটেনি বালোতেল্লির। ব্রাজিল বিশ্বকাপের পর তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। এরপর থেকে আর ইতালি জাতীয় দলেও সুযোগ পাননি। কিন্তু আগামী বছর ফ্রান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার আবারও ঘরের ক্লাবে ফিরেছেন। তার এই ফিরে আসাটাকে অনেকেই ক্যারিয়ারের নাটকীয় মোড় হিসেবে বিবেচনা করেছেন। ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই তাকে শুনতে হয়েছে নিজের প্রতিভাকে তিনি নষ্ট করেছেন। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে নতুন করে শুরু করাই এবার বালোতেল্লির মূল লক্ষ্য।অবশ্য মিলানের বেশিরভাগ সমর্থকই বালোতেল্লির ফিরে আসার বিরুদ্ধচারণ করেছেন। গত সপ্তাহে গাজেটা পরিচালিত এক অনলাইন ভোটিংয়ে দেখা গেছে ৭৪ শতাংশ সমর্থক মনে করেন বালোতেল্লির এ সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। তবে ২৬ শতাংশ তার পক্ষে ভোট দেন। তবে জানা গেছে, বালোতেল্লির এই দলবদলের ব্যাপারে ক্লাবের বেশিরভাগ কর্তাব্যক্তিরা জড়িত।
×