ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একদিনে ৩৬০ কোটি ডলার খোয়ালেন ওয়াং

প্রকাশিত: ০৭:০৮, ২৭ আগস্ট ২০১৫

একদিনে ৩৬০ কোটি ডলার খোয়ালেন ওয়াং

শেয়ার বাজারে ঝড়ের প্রকোপে মহীরুহেরও পতন ঘটেছে। শেয়ার বাজারে একদিনে ৩৬০ কোটি ডলার খোয়ালেন চীনের সব থেকে ধনী মানুষ বলে পরিচিত ওয়াং জিয়ানলিন। চীনের জমিবাড়ি এবং বিনোদন সংস্থা ‘ডালিয়ান ওয়ান্ডার প্রতিষ্ঠাতা ওয়াং। সোমবার সাংহাই শেয়ার সূচকের ৮ দশমিক ৪৯ শতাংশ পতন ঘটে। ২০০৭ সাল থেকে যা সর্বোচ্চ। মঙ্গলবার আরও ৭ দশমিক ৬৩ শতাংশ পতন হয়। তাতেই এই বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন ওয়াং। সূত্র জানাচ্ছে, সোমবারই ডালিয়ান ওয়ান্ডা তাদের মোট সম্পদের ১০ শতাংশ খুইয়েছে। বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ নিয়ে তথ্য প্রকাশ করে থাকে ব্লুমবার্গ বিলিওনেয়ার্স। তারা জানাচ্ছে, সোমবার শেয়ার বাজারে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ডালিয়ান ওয়ান্ডার। চীনের দ্বিতীয় ধনী জ্যাক মার ক্ষতি অবশ্য কিছুটা কম, ৫৪ কোটি ৫০ লক্ষ ডলার। এদিকে শেয়ার বাজারে ধসের প্রভাব থেকে কোম্পানিগুলোকে বাঁচাতে এগিয়ে এসেছে চীন সরকার। বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে আরম্ভ করেছে। পেনশন ফান্ডে থাকা ৫৪৮০ কোটি ডলার এই বাবদ খরচ করবে। বাংলাদেশে ভিএলসিসি পণ্যের বিপনন ও বিক্রয় চুক্তি বিশ্বখ্যাত ভিএলসিসি পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিপনন কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে। প্রয়াস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড পণ্যসামগ্রীর গুণগত মান বজায় রেখে বাংলাদেশে বিক্রয় ও বিপনন শুরু করেছে যা ভিএলসিসি ব্র্যান্ড হিসেবে পরিচিত। সম্প্রতি প্রয়াস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এবং ভিএলসিসি পারসোনাল কেয়ার (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। প্রয়াস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আহমেদ, উপদেষ্টা মেসবাউর রহমান, সিইও মামুনুর রশিদ এবং ভিএলসিসি পারসোনাল কেয়ার (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের পক্ষে বিক্রয় ও বিপনন ব্যবস্থাপক মোমিনুল হক, মিসেস আঁচল শর্মা ও জিয়াউল হাসান উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×