ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজার শক্তিশালী করতে কাজ করবে ব্রোকারস এ্যাসোসিয়েশন

প্রকাশিত: ০৭:১০, ২৭ আগস্ট ২০১৫

পুঁজিবাজার শক্তিশালী করতে কাজ করবে ব্রোকারস এ্যাসোসিয়েশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার শক্তিশালী করতে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। একইসঙ্গে বিনিয়োগকারীদের সচেতন করতে প্রতিষ্ঠানগুলোর ঢাকা অফিস, জেলা ও বিভাগীয় শহরে সচেতনতামূলক কর্মসূচীও গ্রহণ করবে সংগঠনটি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক সভাপতি ও এ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল হক, সাবেক পরিচালক ও এ্যাসোসিয়েশনের সদস্য মিনহাজ মান্নান ইমন, শাহেদ আব্দুল খালেক, খুজিস্থা নূর-ই-নাহরীন, সদস্য ডাঃ জহিরুল ইসলাম এবং মাহবুবুর রহমান। সম্মেলনে সংগঠনটির সভাপতি আহসানুল ইসলাম টিটু বলেন, বাজার উন্নয়নে বেশকিছু লক্ষ্য নিয়ে কাজ করবে ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ বাংলাদেশ ডিএসই ব্রোকারস-ডিলারস যারা রয়েছে তাদের ব্যবসা, বাণিজ্যের প্রসার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে সংগঠনটি। এছাড়া বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলমান শিক্ষামূলক কার্যক্রমের উন্নয়নসহ ডিএসইর পক্ষ থেকে এ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে। প্রাইমারি মার্কেটে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যুতে যাবতীয় সহযোগিতা করবে ব্রোকারস সংগঠন। উল্লেখ্য, ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেছে। এই পর্ষদে আরও রয়েছেন কাজী ফিরোজ রশিদ, আব্দুল হক, মোঃ মিজানুর রহমান খান, মোঃ হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন, শহিদ আব্দুল খালেক, খুদিস্তা নূর-ই নাহরিন, শরিফ আতাউর রহমান, মোস্তাক আহমেদ সাদেক, এম মোয়াজ্জেম হোসেন, এএস শহিদুল হক বুলবুল, মাহবুবুর রহমান, খাঁজা আসিফ আহমেদ এবং ডাঃ মোঃ জহিরুল ইসলাম। উল্লেখ্য, সংগঠনটি গত ১৬ আগস্ট জয়েন্ট স্টক বাংলাদেশ থেকে নিবন্ধন লাভ করেছে।
×