ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল মাছরাঙায় ‘ফাস্ট ফরোয়ার্ড’

প্রকাশিত: ০৭:১৪, ২৭ আগস্ট ২০১৫

কাল মাছরাঙায় ‘ফাস্ট ফরোয়ার্ড’

সংস্কৃতি ডেস্ক ॥ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদীয়মান পরিচালক তামহিদ উল ইসলাম নাফী, সোহেল বিন আযাদ অপু এবং আহমেদ ইমতিয়াজ মোহাম্মাদ পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফাস্ট ফরোয়ার্ড’। নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৭-৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে। এস কে সিদ্দিক আহামেদ রচিত নাটকটি প্রযোজনা করেছেন শাহ সুলতান। নাটকটির প্রধান চরিত্র নাফী এবং নিশা চরিত্রে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব এবং অর্চিতা স্পর্শিয়া। নাটকের গল্পে দেখা যাবে নাফী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। নাফী তার বন্ধু বান্ধবদের বোকা বানাতে মজার মজার সব কান্ড ঘটাতে থাকে। কিন্তু নাফী সবাইকে বোকা বানাতে গিয়ে নিশাকে দেখতে পায়। মেয়েটি সারাক্ষণ পড়ে আর কারও সঙ্গে মেশে না, একা একা থাকে। কিন্তু এটা দেখে নাফির মনে দয়া মায়া জাগে না বরং নাফী নিশাকে প্রতিনিয়ত বোকা বানাতে থাকে। এর মধ্যেই হটাৎ করে একদিন নাফী হারিয়ে যায়। নাটকটিতে ইউনিভার্সিটি জীবনে বন্ধুত্বের ভূমিকা চিত্রিত করা হয়েছে। দৃকে নাঈমা পারভীনের আলোকচিত্র প্রদর্শনী সংস্কৃতি ডেস্ক ॥ চট্টগ্রামের প্রতিথযশা আলোকচিত্রশিল্পী নাঈমা পারভীন। রাজধানীর ধানম-ির দৃক গ্যালারিতে এই শিল্পীর তিন দিনব্যাপী প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ। জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ৪টায় ‘মনছবি’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড. শীরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপাস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। প্রদর্শনীতে সহযোগিতা দিয়েছে এশিয়াটিক, থ্রি সিক্সটি। তিনব্যাপী এই প্রদর্শনীটি শেষ হবে আগামী ২৮ আগস্ট।
×