ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ মাস ভারতে থেকে মায়ের কোলে শিশু রনি

প্রকাশিত: ০৭:২৫, ২৭ আগস্ট ২০১৫

পাঁচ মাস ভারতে থেকে মায়ের কোলে শিশু রনি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রায় ৫ মাস ভারতের জেলে আটক থাকার পর বাবা-মায়ের কোলে ফিরে এসেছে ৬ বছরের শিশু রনি হাসান। ফুলবাড়ী উপজেলার গোড়কম-ল মরাকুটি সীমান্ত দিয়ে সোমবার সন্ধ্যায় তাকে গোড়কম-ল এলাকার মহিলা সদস্য ফেরদৌসী বেগমের বাড়িতে পৌঁছে দেয় এক সীমান্ত দালাল। সেখান থেকে শিশুটির মা রুনা বেগম বাড়িতে নিয়ে আসে। ৫ মাস পর সন্তান ফিরে পেয়ে আনন্দ অশ্রুতে ভাসেন বাবা-মাসহ প্রতিবেশীদের। শিশু রনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুসা ফেরুসা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন জনকণ্ঠে প্রকাশিত হলে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। তারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে। অফিসিয়ালি তাকে ভারত থেকে নিয়ে আসতে একটু সময় লাগছিল বলে আইন সালিশ কেন্দ্রের এক কর্মকর্তা জানান। শিশু রনির মা জানায়, এতদিন ধরে ছেলেকে ফিরে আনতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল। বিভিন্ন বেসরকারী সংস্থাকে বলেছিলাম তারাও চেষ্টা করছিল। কিন্তু আমাদের মন মানেনি তাই রনির বাবা নিজে ভারতে গিয়ে এক দালালের মাধ্যমে তাকে ফিরিয়ে আনেন। ৩০ অক্টোবরের মধ্যে সাত দফা পূরণের আল্টিমেটাম ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আগামী ৩০ অক্টোবরের মধ্যে ফুলবাড়ী চুক্তির পুনর্বাস্তবায়নসহ জাতীয় কমিটির ৭ দফা দাবি পূরণ করা না হলে, কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। বুধবার দুপুরে ফুলবাড়ী ট্র্যাজেডির ৯ম বার্ষিকী উপলক্ষে এক জনসভায় এই হুঁশিয়ারি প্রদান করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। জনসভায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা টিপু বিশ্বাস, সিপিবির আলতাফ হোসেন, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান মানিক, কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, বাসদের এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, ওবায়দুল্লাহ মুসা, রফিকুল ইসলাম, জোনায়েত সাকি, আখতার খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, এসএমএ খালেক, শামসুল আলম, তেল-গ্যাস রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান প্রমুখ। বেলা ১১টায় নিমতলা মোড় থেকে একটি শোকর‌্যালি বের করে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মীরা।
×