ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুনির হ্যাটট্রিক, বড় জয়ে মূলপর্বে ম্যানইউ

প্রকাশিত: ০৬:২৮, ২৮ আগস্ট ২০১৫

রুনির হ্যাটট্রিক, বড় জয়ে মূলপর্বে ম্যানইউ

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, হ্যাটট্রিক করে সমালোচনার জবাব রুনির, প্রশংসা পেলেন কোচ ভ্যান গালের ক্লাব ব্রুগে ০-৪ ম্যানচেস্টার ইউনাইটেড (দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে জয়ী ম্যানইউ) স্পোর্টস রিপোর্টার ॥ সমালোচনার দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন ওয়েন রুনি। গোল যেন ভুলেই গিয়েছিলেন তারকা এই ফুটবলার! অবশেষে স্বরূপে ফিরেছেন। তাও আবার দুর্দান্ত হ্যাটট্রিক করে। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে রুনির হ্যাটট্রিকে ভর করে অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে পরাজিত করে স্বাগতিক বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কারা সেটাও ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। কেননা বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ওল্ডট্রাফোর্ডে প্রথম লেগের ম্যাচে ম্যানইউ জয় পেয়েছিল ৩-১ গোলে। মূলত স্ট্রাইকারদের নিয়েই দুশ্চিন্তায় ছিলেন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। রুনির হ্যাটট্রিক দিয়ে প্রত্যাবর্তন তাকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। রুনির করা গোলটিতে দারুণ অবদান রাখেন মেমফিস ডিপে। ডাচ্ এই স্ট্রাইকার বাঁদিক থেকে বল পায়ে দুই জনের বাধা এড়িয়ে কিছুটা আড়াআড়ি দৌড়ে পাস দেন ডি বক্সে থাকা রুনিকে। বল ধরে ১০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন রেড ডেভিলস অধিনায়ক। এর ফলে ক্লাবের হয়ে দশ ম্যাচ পর গোল পেলেন রুনি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা। বিরতির পর শুরু থেকেই স্বাগতিকদের উপর চড়াও হয়ে খেলতে থাকে ম্যানইউ। ফলে অল্প সময়ের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে তারা। আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ২৯ বছর বয়সী রুনি। ৪৯ মিনিটে এ্যান্ডার হেরেরার বাড়ানো বল ধরে ঠা-া মাথায় দ্বিতীয় গোল করেন দলীয় অধিনায়ক। ৫৭ মিনিটে জুয়ান মাতার পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পাঁচ মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন হেরেরা। এই মৌসুমেই ওল্ডট্রাফোর্ডে যোগ দেয়া জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে গোলরক্ষকে পরাস্ত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। গোল করার পরই হেরেরাকে তুলে নিয়ে মেক্সিকান স্ট্রাইকার জ্যাভিয়ের হার্নান্দেজকে নামায় ম্যানইউ কোচ ভ্যান গাল। কিন্তু ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত এক হালি গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ। ২০১৩-১৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে সপ্তম হওয়ায় গতবার চ্যাম্পিয়ন্স লীগে খেলা হয়নি তাদের। এবার আবারও ইউরোপ সেরার আসরে নাম লেখালো রেড ডেভিলসরা। এই ম্যাচের মধ্য দিয়ে নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছেন রুনি। অথচ ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে আটকে থাকার কারণে সবাই ছিলেন দুশ্চিন্তায়। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এই স্ট্রাইকারকে নতুন মৌসুমে গোলের জন্য সংগ্রাম করতে হচ্ছিল। পারফর্মেন্সও আহামরী ছিল না। এবারের ইপিইলে প্রথম তিন ম্যাচ থেকে এখন পর্যন্ত গোলের দেখা পাননি ইংলিশ অধিনায়ক। প্রথম দুই ম্যাচে জয় পেলেও তাতে ছিল না স্বস্তির ছাপ। কোন রকমে জয় পায় ইউনাইটেড। কিন্তু তৃতীয় ম্যাচে এসে আর রক্ষা পায়নি ইপিএলের ইতিহাসের সেরা সাফল্যের দলটি। নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে রেড ডেভিলসরা। গত বছরটা দারুণ কেটেছে রুনির। ২৯ বছর বয়সী এই তারকা ইংল্যান্ড জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব পান। মাঠের লড়াইটাও মন্দ ছিল না। তবে মৌসুমের শেষ দিক থেকে কেমন যেন খোলসে বন্দী হয়ে যান। নতুন মৌসুমেও ব্যর্থতার বন্দীদশা থেকে মুক্ত হতে পারছিলেন না। অবশেষে চ্যাম্পিয়ন্স লীগে হ্যাটট্রিক করে হতাশা কাটিয়েছেন রুনি। ম্যাচ শেষে তিনি বলেন, আমি জানি অনেক সমালোচনা হয়েছে আমাকে নিয়ে। কিন্তু আমি এসব নিয়ে ভাবি না। বিশ্বাস ছিল নিজেকে ফিরে পাব। রুনির প্রশংসা করে কোচ ভ্যান গাল বলেন, আমি আমার ফুটবলারদের ওপর সবসময় ভরসা রাখি। আমার ধারণা ওয়েন রুনি শক্ত মানসিকতার অধিকারী। সে সবসময় নিজের সেরটা দিতে চায়। আর নিজেকে ফিরে পেতে মরিয়া থাকে।
×