ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিবিরের আস্তানায় অভিযান

খাগড়াছড়িতে কয়েক হাজার জিহাদী বই সিডি ও পোস্টারসহ আটক এক

প্রকাশিত: ০৭:১৫, ২৮ আগস্ট ২০১৫

খাগড়াছড়িতে কয়েক হাজার জিহাদী বই সিডি ও পোস্টারসহ আটক এক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নাশতকার প্রস্তুতিকালে খাগড়াছড়িতে জামায়াত-শিবিরের আস্তানায় পুলিশের অভিযানে কয়েক হাজার জিহাদী বই, সিডি ও পোস্টারসহ একজন আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ বিয়াম স্কুল সংলগ্ন ঈমান ও ওলামা পরিষদের গোপন আস্তানায় এ অভিযান চালায়। সহকারী পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, জামায়াত-শিবির ক্যাডাররা নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে ক্যাডাররা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেও মোঃ লিটন হোসেন নামে এক শিবির ক্যাডারকে আটক করতে সক্ষম হয়। পরে ওই ভবনে অভিযান চালিয়ে কয়েক হাজার জিহাদী বই, ও পোস্টার উদ্ধার করা হয়। পরে লিটনের স্বীকারোক্তিতে ছাত্রশিবির নেতা নজরুল হোসেন রুবেলের বাসায় অভিযান চালিয়েও বিপুল পরিমাণ জিহাদী বই, ও পোস্টার উদ্বার করা হয়। তানোরে গির্জায় নারী হত্যা মামলায় ছয় জন কারাগারে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘অশুভ শক্তি’ তাড়ানোর নামে নির্যাতনে জেলার তানোরের গির্জায় ফুলমনি মারডি নামের এক নারীকে পা দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় তার মেয়ে শেফালী মারডি বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর আটক ছয়জনকে মামলায় আসামি করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছয়জন পা দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে ফুলমনিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে হত্যার উদ্দেশে নয়, অশুভ শক্তি তাড়ানোর চিকিৎসা করতে গিয়ে ফুলমনির মৃত্যুর ঘটনা অনাকাক্সিক্ষতভাবে ঘটে গেছে বলে পুলিশের কাছে দাবি করেছেন তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও তনোর থানার ওসি আনোয়ার হোসেন মামলার এ স্বীকারোক্তির তথ্য নিশ্চিত করেছেন। কালীগঙ্গার ভাঙন রোধে মানিকগঞ্জে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৭ আগস্ট ॥ কালীগঙ্গা নদীর ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে বৃহস্পতিবার মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে সদর উপজেলার লেমুবাড়ি, উত্তর পুটাইল, মধ্য পুটাইলের শত শত নারী-পুরুষ মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধন কর্মসূচীতে পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল, স্থানীয় এলাকাবাসীর মধ্যে আবু তাহের, কফিল উদ্দিন, ইসরাফিল হোসেন বক্তব্য রাখেন। মাদারীপুরে দুই ছাত্রী হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ আগস্ট ॥ মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপীর পরিবারের স্বজনরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে নিহত দুই স্কুলছাত্রী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নিহতদের পরিবার ও শিক্ষার্থীরা। গোপালগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ব্রি-ধান-৫১ রোপণ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৭ আগস্ট ॥ গোপালগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ব্রি ধান-৫১ রোপণ করা হয়েছে। এ উপলক্ষে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলার সোনাকুড় গ্রামে মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষি-সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, এ মেশিনের মাধ্যমে ঘণ্টায় এক একর জমিতে ধানের চারা লাগানো যাবে। এতে একদিকে যেমন শ্রমিক কম লাগবে অন্যদিকে সময় ও খরচ বাঁচবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান রেজাউল হক সিকদার রিজু মিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
×