ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পাঁচ শ’ টিয়াসহ পাচারকারী গ্রেফতার ॥ তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ আগস্ট ২০১৫

রাজশাহীতে পাঁচ শ’ টিয়াসহ পাচারকারী গ্রেফতার ॥ তিন মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে খাঁচায় বন্দী পাঁচ শ’ টিয়া পাখিসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মফিজ উদ্দিন (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে খাঁচাবন্দী পাঁচ শ’ টিয়াপাখি উদ্ধার করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মফিজ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিচারক ফয়সাল হক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন। মফিজের বাড়ি ভোলার লালমোহন উপজেলার কুমারখালী গ্রামে। তার পিতার নাম সাইদুল হক। বন বিভাগ জানায়, এর আগেও মফিজ রাজশাহী থেকে পাখি পাচার করে নিয়ে যাওয়ার সময় বন বিভাগের অভিযানে আটক হয়েছিল। সেবার তার কাছ থেকে আট শ’ পাখি উদ্ধার করা হয়েছিল; যা রাজশাহীতে সর্বোচ্চ পাখি আটকের রেকর্ড বলেও জানান বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শ’ টিয়াপাখিসহ পাচারকারী মফিজ উদ্দিনকে আটক করা হয়। সে পাখিগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল।
×