ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পাক-ভারত গুলিবিনিময়, নিহত ১০

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ আগস্ট ২০১৫

কাশ্মীরে পাক-ভারত গুলিবিনিময়,  নিহত ১০

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিতর্কিত সীমান্তের কাছে পাক-ভারত গুলিবিনিময়ে দুই দেশের অন্তত ১০ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে সাতজন পাকিস্তানী ও তিনজন ভারতের নাগরিক বলে জানা গেছে। শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডন অনলাইনের। কাশ্মীর নিয়ে বিতর্কের জেরে দুই দেশের সামরিক পর্যায়ে উচ্চ পর্যায়ে বৈঠক বাতিলের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর সীমান্ত। শুক্রবার ভোররাত তিনটার দিকে এসব ঘটনা ঘটে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের চাপরার ও হারপাল সেক্টরে সাতজন এবং ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের আরএস পোরা ও আর্নিয়া সেক্টর তিন জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে দুদেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এসব ঘটনায় ২২ জন নারীসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। রবিবার নয়াদিল্লীতে দুদেশের নিরাপত্তা উপদেষ্টাদের যে বৈঠক হওয়ার কথা ছিল তাতে কাশ্মীর ইস্যুটি অন্তর্ভুক্ত করায় তা শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। ভারত ও পকিস্তান দুই দেশই হিমালয়ের পাদদেশে অবস্থিত কাশ্মীরের ওপর পূর্ণ কর্তৃত্ব পেতে চায়। কাশ্মীর সীমান্তের দুই পাশ থেকে নিয়মিত গোলাগুলি বিনিময় হয়ে থাকে এতে প্রায়ই বেসামরিক লোকজন নিহত হয়। এদিকে বিনা উস্কানিতে গোলা নিক্ষেপ বেসামরিক লোক হত্যার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকিস্তান দায়ী করেছে।
×