ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে নিরাপত্তা বিলের প্রতিবাদে ছাত্রদের অনশন ধর্মঘট

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ আগস্ট ২০১৫

জাপানে নিরাপত্তা বিলের প্রতিবাদে ছাত্রদের  অনশন ধর্মঘট

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র নিরাপত্তা বিল উত্থাপনের প্রতিবাদে পার্লামেন্টের সামনে অনশন ধর্মঘট পালন করে। এ সব বিল পাস হলে দেশটি বিদেশী যুদ্ধে জড়িয়ে পড়বে বলে সমালোচকরা আশঙ্কা ব্যক্ত করছেন। খবর এএফপির। ঐ বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী শিনজো আবের সমর্থিত বিলগুলোর প্রতি ক্রমবর্ধমান বিরোধিতাই স্পষ্ট হয়ে উঠছে। এর মাত্র দিন কয়েক আগে জাপানের ন্যাশনাল বার এ্যাসোসিয়েশন দেশটিকে এর সংবিধানে পরিবর্তন আনা থেকে বিরত রাখার প্রয়াসে যোগ দেয়। এ পরিবর্তনের ফলে জাপানী সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুদ্ধে জড়িত হতে পারবে। চার ছাত্র বৃহস্পতিবার বিকালে ডায়েটের সামনে তাদের অনশন ধর্মঘট শুরু করে। তারা বলেন যে, বিলগুলো পাস হওয়ার পথ বন্ধ করতে হলে প্রত্যক্ষ ও কঠোর দৃষ্টিভঙ্গী গ্রহণ করতে হবে। এসব বিল নিয়ে পার্লামেন্টে উত্তপ্ত বিতর্ক হচ্ছে। তারা জানায়, তারা তাদের শারীরিক সামর্থ্যরে শেষ সীমায় পৌঁছা না পর্যন্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকবে। মর্যাদাপূর্ণ ওয়াদেসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্রোতারো কিমোতো (১৯) বলে, যদি পার্লামেন্টে বিতর্ক বন্ধ হয়, তা হলেই তাদের লক্ষ্য অর্জিত হবে। প্রস্তাবিত নতুন নিয়ম কানুনের আওতায় জাপানের আত্মরক্ষা বাহিনী তাদের মিত্রদের রক্ষা করতে যুদ্ধে যেতে পারবে, এমন কি যদিও জাপান বা এর জনগণের প্রতি কোন সরাসরি হুমকির সৃষ্টি নাও হয়।
×