ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহে মস্কো তেহরান সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ আগস্ট ২০১৫

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহে মস্কো তেহরান সমঝোতা স্মারক সই

ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে তেহরান ও মস্কো। রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কর্পোরেশন বা এফএসভিটিএস-এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। নতুন এ চুক্তিতে এস-৩০০ সরবরাহের সময়সীমা নির্দিষ্ট করা হয়নি। একই সঙ্গে কয়টি এস-৩০০ সরবরাহ করা হবে বা সরবরাহকৃত এস-৩০০-এর দাম কত হবে তাও ঠিক করা হয়নি বলে জানানো হয়েছে। অবশ্য এ ব্যাপারে তেহরান এখনও কিছু বলেনি। এদিকে, চলতি মাসের ১৮ তারিখে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এ সম্পর্কে বলেছিলেন, রাশিয়া থেকে এস-৩০০-এর উন্নত সংস্করণ পাবে তেহরান।
×