ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের কথা স্বীকার ব্রিটিশ নাগরিক

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৫

যুক্তরাষ্ট্রে মাদক  পাচারের কথা স্বীকার ব্রিটিশ নাগরিক

নিউইয়র্কে বৃহস্পতিবার এক ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ১০০ কিলোগ্রাম বিপজ্জনক মাদক মেথাম্ফেটামাইন পাচারের ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ কথা জানিয়েছেন। খবর এএফপির। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে যে ৫ জনকে আটক করা হয় স্কট স্টামার্স (৪৬) নামের এই ব্যক্তি বিপজ্জনক মাদক পাচারকারীদের একজন। ওই ৫ জনকে নৌকায় করে জাহাজে মাদক ওঠানোর প্রস্তুতিকালে আটক করা হয়। মামলার পরবর্তী শুনানিতে মার্কিন বিচারকের রায়ে স্কটকে ১০ বছরের যাবজ্জীবন কারাদ-াদেশের সম্মুখীন হতে হবে।
×