ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় আ’লীগ নেতার বাড়িতে জামায়াতের বৈঠক

প্রকাশিত: ০৬:২৫, ২৯ আগস্ট ২০১৫

পটিয়ায় আ’লীগ নেতার বাড়িতে জামায়াতের বৈঠক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৮ আগস্ট ॥ প্রায় সময়ে জামায়াতের গোপন বৈঠক চলে চট্টগ্রামের পটিয়া পৌর আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম চৌধুরী মিরুর বসত ভিটায়। মিরু ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি হজে সৌদি আরব রয়েছেন। মিরুর ছোট ভাই মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক উপজেলা জামায়াতের আমির। শুক্রবার সকালে পৌর সদরের ৬নং ওয়ার্ডের পাইকপাড়ায় আ’লীগ নেতার বসত ভিটায় জামায়াতের গোপন বৈঠক চলার খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামত উল্লাহর নেতৃত্বে পুলিশ। পুলিশ উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক, নজরুল ইসলাম, ইসহাক, জসিম উদ্দিন, নুরুল আলম, হোসেন আহমদ, ইকবাল, মাহমুদুল হক, আলীম চৌধুরী ছাড়াও আ’লীগ নেতা মিরুর স্ত্রী, কন্যা ও পুত্রবধূকেও আটক করেছে। ঘটনাস্থল থেকে পালিয়েছে জামায়াত-শিবিরের অনন্ত ৩০ নেতাকর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দোলনের নামে জামায়াত-বিএনপি চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে। এখানকার সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের দারুণ সখ্যতা রয়েছে। ফলে এতদিন তারা পটিয়া উপজেলাকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। নাম প্রকাশ না করা শর্তে পৌর আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, বিভিন্ন জেলায় ও উপজেলায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম দেখা না গেলেও আওয়ামী লীগ নেতার ভাইয়ের পরিচয়ে জামায়াতের আমির মুকিবুল ইসলাম ফারুক প্রায় সময় সরকারবিরোধী বৈঠক করে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ।
×