ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র অভিনেতা রাজু সরকারকে সংবর্ধনা দিল সাইবারট্রোন

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ আগস্ট ২০১৫

চলচ্চিত্র অভিনেতা রাজু সরকারকে সংবর্ধনা দিল সাইবারট্রোন

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি মিরপুরের ১১ নম্বর সেক্টরে সাইবার গেমিং জোন সাইবারট্রোন পরিদর্শন করেন দেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রাজু সরকার। এ সময় সাইবারট্রোনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি সাইবারট্রোনের চেয়ারপার্সন সামস ই জাহান ইতি। প্রধান অতিথি ছিলেন স্থানীয় নারী কমিশনার রাশিদা আক্তার ঝর্না। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সোহেল আহমেদ খান, ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ, দি সাইবারট্রোনের প্রতিষ্ঠাতা এমডি সৈয়দ তাশরিক আল আমিন ধ্রুব, সাইবার গেমার সৈয়দ-আন-নাফিজ আল আমিন সুপ্ত, একান্ত আহমেদ, ফাহিম, দিপ্ত, অন্তু, সাব্বির, সাফিন প্রমুখ। সম্মানিত করায় সাইবারট্রোনের চেয়ারপার্সন সামস ই জাহান ইতি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান চলচ্চিত্র অভিনেতা রাজু সরকার। প্রসঙ্গত, অন্যতম অনলাইন বিনোদন মাধ্যম হিসেবে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে সাইবার গেম। দেশের প্রতি জেলাতেই সাইবার গেমিং জোন চালু আছে। এগুলোর সবই ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত। বাংলাদেশের জোনগুলোও মাঝে মধ্যেই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। সম্প্রতি এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করে ব্ল্যাক আউট গেমিং। মিরপুর ছয় নম্বর সেক্টরের দি সাইবারট্রোন গেমিং জোন ভেনুতে ১৬ টিমের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দি সাইবারট্রোনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাশরিক আল আমিন ধ্রুব। খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য রাখেন দি সাইবারট্রোনের চেয়ারপার্সন সামস ই জাহান ইতি। ৪ দিনব্যাপী ওই টুর্নামেন্টের সমন্বয়কারী ছিলেন গেইমার একান্ত আহমেদ। টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করেন গেইমার ফাহিম ফেনরী। চারদিনের ব্ল্যাক আউট গেমিং টুর্নামেন্টে ভিনটেজ গেমিং চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইভেন্ট ম্যানেজার সৈয়দ-আন-নাফিজ আল আমিন সুপ্ত। ভিনটেজ গেমিংয়ের খেলোয়াড়রা হলেন ফাহিম, দিপ্ত, অন্তু, সাব্বির ও সাফিন। অচিরেই দি সাইবারট্রোনের ভিনটেজ টিম একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
×