ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদানের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:১২, ৩০ আগস্ট ২০১৫

কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদানের সিদ্ধান্ত

মানিক সরকার মানিক, রংপুর ॥ উত্তরাঞ্চলে অতি বৃষ্টিতে রোপা আমন ও মাছের ব্যাপক ক্ষতি বিবেচনায় এনে, কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়ার ওপর গুরুত্বারোপ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। শনিবার রংপুরে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক কর্মপরিকল্পনা শীর্ষক এক বিশেষ কর্মশালায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাকাব চেয়ারম্যান অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি। রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমেদ, রাজশাহী মৎস্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব উল আলম, রংপুর প্রাণিসম্পদ বিভাগীয় উপ-পরিচালক শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ মহসীন আলী প্রমুখ কর্মশালায় রাকাব রংপুর বিভাগের ১৮৪ জন শাখা ব্যবস্থাপক, ৯ জোনাল ব্যবস্থাপক, ৯ জোনাল নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×