ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমানের যন্ত্রাংশ তৈরি করবে রিল্যায়েন্স গ্রুপ

প্রকাশিত: ০৬:১৩, ৩০ আগস্ট ২০১৫

বিমানের যন্ত্রাংশ তৈরি করবে রিল্যায়েন্স গ্রুপ

প্রতিরক্ষা বিমানের যন্ত্রাংশ তৈরিতে ৬৫০০ কোটি টাকার লগ্নির ঝাঁপি নিয়ে হাজির রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গোষ্ঠী। মহারাষ্ট্রের নাগপুরে প্রথম কারখানাটি গড়তে গত শুক্রবারই বিশেষ আর্থিক অঞ্চলে ২৮৯ একর জমি পেয়েছে তারা। অনিল গোষ্ঠীরই প্রতিরক্ষা সংক্রান্ত শাখা রিলায়্যান্স এরোষ্ট্রাকচার লিমিটেডকে এ দিনই ওই জমি বরাদ্দ করে মহারাষ্ট্র সরকার। এখানে বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিনের নক্সা, কাঠামো, প্ল্যাটফর্মের সঙ্গে তা যুক্ত করার কাজ হবে। ভারতে বিমান তৈরিতে এক লপ্তে এই ব্যবস্থা নেই বলেই দাবি সংস্থার। বাণিজ্যিক বিমানও তৈরি করবে গোষ্ঠী। উৎপাদন ক্ষেত্রে ১৫০০ কর্মসংস্থান তৈরি করবে এই কারখানা। পরোক্ষভাবে ৩৫০০ ও পরিষেবায় তৈরি হবে ৫ হাজার চাকরি। প্রতিরক্ষায় লগ্নিতে বেশ কিছু দিন ধরেই আগ্রহী অনিল গোষ্ঠী। এই লক্ষ্যেই তারা সম্প্রতি হাতে নেয় পিপাভব ডিফেন্স এ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংকে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×