ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যক্ষ্মা সারাবে গেমস!

প্রকাশিত: ০৬:১৩, ৩০ আগস্ট ২০১৫

যক্ষ্মা সারাবে গেমস!

যক্ষ্মা হলে রক্ষা নাই এমন কথার দিন ফুরিয়েছে অনেক আগেই। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে যক্ষ্মা এখন মামুলি রোগ। কিন্তু তাই বলে কম্পিউটার গেম খেললেই যক্ষ্মা সেরে যাবে, এ কেমন কথা। ওষুপত্র ছাড়া কেবল গেমস খেললেই এই রোগ থেকে মুক্তি, এমন কথা কেউ কি কখনও ভাবতে পেরেছিল? আগে না পারলেও এখন থেকে পারবে। স্কটল্যান্ডের ডান্ডিতে অবস্থিত আবের্তে ইউনিভার্সিটির একদল ছাত্র ‘স্যানিট্যারিয়াম’ নামের এমন এক কম্পিউটার গেম তৈরি করেছেন যেটা খেললে যক্ষ্মা থেকে মানুষ পাবে রক্ষা। এই গেমসটির গাণিতিক মডেলও তৈরি হয়ে গেছে। এটি করেছেন সেন্ট এ্যান্ড্রুস ইউনিভার্সিটির একদল গবেষক। এই গেমসটিকে তারা ‘র‌্যাডিকেশন গেমস’ নামে আখ্যা দিয়েছেন। গেমটিতে একজন গেমারকে ডাক্তারের ভূমিকা পালন করতে হবে এবং সীমিত সম্পদ ব্যবহার করে যত বেশি সম্ভব যক্ষ্মা রোগীকে সারিয়ে তুলতে হবে। গেমটির ডেভেলপারদের আশা, তাদের উদ্ভাবিত গেমটি খেলে মানুষ যক্ষ্মার ব্যাপারে আরও সাবধান হবে। এই গেমসের মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের মাধ্যমে ভবিষ্যতে যক্ষ্মার চিকিৎসা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। গেমটির মূল প্রোগ্রামার জেমস ওয়ারবার্টন এই বিষয়ে জানান, ‘গেমটির শুরুতে গেমার নিজেকে ডাক্তার হিসেবে দেখতে পাবেন। তিনটি ধাপে তাঁকে যক্ষ্মা রোগীদের সারিয়ে তুলতে হবে। চিকিৎসাশাস্ত্র ব্যাপারটি বেশ একঘেয়ে। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করেছি উন্নত গ্রাফিক্সের মাধ্যমে গেমটি আকর্ষণীয় করে তুলতে। আশা করি, আমাদের প্রচেষ্টা সফল হবে।’ -ওয়েবসাইট।
×