ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমধ্যসাগরে নৌযান ডুবি ॥ আরও ১৬ বাংলাদেশীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৭, ৩০ আগস্ট ২০১৫

ভূমধ্যসাগরে নৌযান  ডুবি ॥ আরও ১৬ বাংলাদেশীর  লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ লিবিয়া উপকূলে নৌযানডুবির ঘটনায় আরও ১৬ বাংলাদেশীর লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ২৪ বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেল। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউসিলার আশরাফুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগর থেকে ১১১ জন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে। শনিবার রেডক্রিসেন্ট এ তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবারের মর্মান্তিক এই নৌযানডুবির ঘটনায় এখনও বহু লোক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে অনেক বাংলাদেশীও রয়েছে। খবর বাংলা নিউজি/এএফপির। লিবিয়ার ত্রাণ সংস্থার একজন মুখপাত্র জানান, শনিবারের এ মর্মান্তিক নৌযানডুবির ঘটনায় এখনও বহু লোক নিখোঁজ রয়েছে। সংস্থাটির মুখপাত্র মুহাম্মদ আল মিসরাতি বলেন, নৌযানটিতে ৪০০ জন অভিবাসন প্রত্যাশী ছিল। এদের মধ্যে ১৯৮ জনকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জুয়ারা বন্দরের কাছাকাছি ওই নৌযানডুবির পর ৭৬ মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন আল মিসরাতি। উল্লেখ্য, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার চেষ্টাকালে এ পর্যন্ত ২৫০০ লোকের প্রাণহানি ঘটেছে।
×