ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পশ্চিমবঙ্গে ভিডিওকনের মোবাইল ফোন তৈরি শুরু

প্রকাশিত: ০৩:৪৮, ৩১ আগস্ট ২০১৫

পশ্চিমবঙ্গে ভিডিওকনের মোবাইল ফোন তৈরি শুরু

আওরঙ্গাবাদের পর এবার পশ্চিমবঙ্গে মোবাইল ফোন তৈরি করতে শুরু করল ভিডিওকন। সল্টলেকে তাদের কারখানায় গত শনিবার থেকে উৎপাদন শুরু হয়েছে। বহুজাতিক সংস্থা ফিলিপসের কারাখানাটি কেনার পর সেখানে আপাতত টিভি ও বৈদ্যুতিক পণ্য তৈরি করে ভিডিওকন গোষ্ঠী। ওই কারখানাতেই বছরে ৩০ লাখ ফোন তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। ভিডিওকনের পূর্বাঞ্চলীয় কর্তা গৌতম সেনগুপ্ত জানান, আপাতত একটি শিফট চালু হয়েছে। ভবিষ্যতে সেখানে তিন শিফটেই উৎপাদন হবে। এখন মাসে ১.৫-২ লাখ মোবাইল তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। কারখানাটিতে প্রায় ৫০ কোটি টাকা ঢেলেছে ভিডিওকন গোষ্ঠী। ফিচার এবং স্মার্ট, দুই ধরনের মোবাইল ফোনই ওই কারখানায় তৈরি হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×