ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবেম্বরে উন্নয়ন ফোরামের বৈঠক

প্রকাশিত: ০৩:৪৯, ৩১ আগস্ট ২০১৫

নবেম্বরে উন্নয়ন ফোরামের বৈঠক

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বৈদেশিক সম্পদের চাহিদা দাতাদের কাছে তুলে ধরতে ছয় বছর পর অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সম্মেলন। আগামী নবেম্বরের মাঝামাঝিতে ঢাকায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এই সম্মেলনে দাতাগোষ্ঠীর উর্ধতন কর্মকর্তারা অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। এর আগে দাতারা অক্টোবর মাসে বৈঠকের আগ্রহ দেখালেও সরকারের ইচ্ছা অনুযায়ী নবেম্বরের মাঝামাঝিতে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ জানিয়েছেন, দাতারা অক্টোবরে এ সম্মেলন করার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ওই সময়ে সরকারের উপর মহলে নানা রকম ব্যবস্ততার ফলে তা নবেম্বরের মাঝামাঝিতে করা হচ্ছে। দাতা ও সরকার দুইপক্ষ নবেম্বরের মাঝামাঝিতে সম্মেলনটি আয়োজন করার বিষয়ে একমত। -অর্থনৈতিক রিপোর্টার
×