ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে দুই মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৫:১১, ৩১ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে দুই মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন। এর ফলে টানা দুইদিন সূচকের উর্ধগতির পরে আবারও পতনের ধারা ফিরে আসল। দিনটিতে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অঙ্কে উভয় বাজারে কমেছে লেনদেন। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে। দিনটিতে প্রধান বাজারে মাত্র ৩৫০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের গত ২৮ জুন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকা। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে রবিবারে আস্তে আস্তে সূচক কমতে থাকে। বড় মূলধনী কোম্পানিগুলোর দর হারানোর কারণে শুধু স্বল্প মূলধনী কোম্পানিগুলো দরবৃদ্ধির শীর্ষে চলে আসে। ফলে সূচকের পতন ঠেকাতে কোম্পানিগুলো কোন ভূমিকা রাখতে পারেনি। রবিবার দিনশেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৮৩৫ পয়েন্টে। সেখানে দিনভর লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪, কমেছে ১৬৬ আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বারাকা পাওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, আলহাজ্ব টেক্সটাইল ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ সিনো বাংলা, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি ওয়েল্ডিং, ন্যাশনাল টি, সিভিও পেট্রো কেমিক্যাল, কাসেম ড্রাইসেল, নাভানা সিএনজি ও ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এ্যাপেক্স ফুডস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলারস, নদার্ন জুটস, মডার্ন ডাইং, আরএন স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিডি অটোকারস, বার্জার পেইন্টস ও স্ট্যান্ডার্ড সিরামিক। ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক কমেছে। সেখানেও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে তুলনামূলক বেশি। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯, কমেছে ১৩৬ ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। যা টাকায় লেনদেন হয়েছে ২৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, সিভিও পেট্রো কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
×