ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিনো বাংলার মুনাফা আগের তুলনায় বেড়েছে

প্রকাশিত: ০৫:১১, ৩১ আগস্ট ২০১৫

সিনো বাংলার মুনাফা আগের তুলনায়  বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬১.৫৩ শতাংশ। আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকের (মে ’১৫ থেকে জুলাই ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৩৯ পয়সা। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৬১.৫৩ শতাংশ। অপরদিকে প্রথম ৯ মাসের (মে ’১৪ থেকে জুলাই ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৯১ পয়সা।
×