ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আল জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ডে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রকাশিত: ০৫:১৩, ৩১ আগস্ট ২০১৫

আল জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ডে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মিসরের একটি আদালত আল জাজিরা টেলিভিশনের তিন সাংবাদিককে তিন বছরের কারাদ- দেয়ায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সুরে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রও মিসরের প্রতি রায় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। খবর এএফপির। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেন, রায় পুনর্বিবেচনার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে আমরা মিসর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ এ রায় মত প্রকাশের স্বাধীনতাকে খাটো করছে যা স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয়। মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য কানাডার মোহাম্মদ ফাহমি ও মিসরের প্রযোজক বাহের মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্টকে শনিবার তিন বছরের কারাদ- দেয়া হয়। দ-িত সাংবাদিকদের ক্ষমা করুন, সিসির প্রতি পিটার গ্রেস্ট ॥ আলজাজিরা টেলিভিশনের অস্ট্রেলীয় সাংবাদিক পিটার গ্রেস্ট তাকে ও তার দুইকর্মীকে ক্ষমা করে দিতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রতি আহ্বান জানিয়েছেন। মিথ্যা খবর প্রচারের অভিযোগে মিসরের একটি আদালত আলজাজিরা টেলিভিশনের গ্রেস্টসহ আরও দুই সাংবাদিককে তিন বছরের কারাদ- দেয়ায় রবিবার তিনি এ আহ্বান জানান।
×