ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোকো হারামের ১০ সদস্যের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর

প্রকাশিত: ০৫:১৪, ৩১ আগস্ট ২০১৫

বোকো হারামের ১০  সদস্যের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর

মধ্য আফ্রিকার দেশ চাদে জঙ্গীগোষ্ঠী বোকো হারামের ১০ সদস্যকে সন্ত্রাসী কর্মকা-ের দায়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। দেশটির সরকার শনিবার বেলা ১১টার দিকে এ শাস্তি কার্যকর করে। রবিবার নাইজিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ মোহাম্মদ বাছির এ তথ্য জানান। চাদের রাজধানী এনজামেনা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চালে ম্যাসাগুয়েত ফায়ারিং রেঞ্জে তাদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে মোহাম্মদ মোস্তফা (৩০) ক্যামেরুনের নাগরিক। মোস্তফা এনজামেনা সিরিজ বোমা হামলায় প্রধান হোতা হিসেবে অভিযুক্ত। ওই হামলায় গত জুন-জুলাইয়ে ৪০ জনেরও বেশি লোক নিহত হন। -গার্ডিয়ান
×