ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর পয়ঃব্যবস্থা উন্নয়নে দাশেরকান্দিতে শোধনাগার নির্মাণ শুরু

প্রকাশিত: ০৫:২২, ৩১ আগস্ট ২০১৫

রাজধানীর পয়ঃব্যবস্থা উন্নয়নে দাশেরকান্দিতে শোধনাগার নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পয়ঃ ব্যবস্থাপনা সেবা সম্প্রসারনের জন্য দাশেরকান্দিতে একটি শোধনাগার নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা । চীনের এক্সিম ব্যাংক, বাংলাদেশ সরকার ও ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়নে ৩ হাজার ৩১৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প ২০১৯ সালের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রোচায়না করপোরেশন সঙ্গে রবিবার ঢাকা ওয়াসার বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হযেছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং হাইড্রোচায়না করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট মি. চেন গুয়ানফু চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইন ও ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য শাহজাহান খান উপস্থিত ছিলেন। সূত্র জানিয়েছে, ঢাকা ওয়াসা বর্তমানে রাজধানীর ৩০ ভাগ এলাকায় পয়ঃ ব্যবস্থাপনা সেবা দিতে পারছে। পুরো ঢাকাকে এই সেবার আওতায় আনতে সম্প্রতি ঢাকা ওয়াসা স্যুয়ারেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে।
×