ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারেকের বিরুদ্ধে মানহানির দুই মামলার শুনানি ১৯ অক্টোবর

প্রকাশিত: ০৫:২২, ৩১ আগস্ট ২০১৫

তারেকের বিরুদ্ধে মানহানির দুই  মামলার শুনানি  ১৯ অক্টোবর

কোর্ট রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির দুই মামলায় পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ অক্টোবর ধার্য করেছেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে রবিবার মামলা দুটিতে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন এই তারিখ নির্ধারণ করেছেন। আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রীসহ বিভিন্ন উক্তির অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রবিবার মামলাটিতে ওয়ারেন্ট তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিনও পল্টন থানা পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল না করায় এই তারিখ ধার্য করেন আদালত। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০১৪ সালের ১৭ নবেম্বর এই মামলা দায়ের করেন।
×