ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার সেরেনাকে মোকাবেলায় প্রস্তুত শারাপোভা

প্রকাশিত: ০৫:৪১, ৩১ আগস্ট ২০১৫

এবার সেরেনাকে মোকাবেলায় প্রস্তুত শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ তাকে দমিয়ে দেয়ার কেউ নেই, অপ্রতিরোধ্য এবং দুর্দমনীয়। কিন্তু সেটাই যদি হবে দুই সপ্তাহ আগে রজার্স কাপে ১৮ বছর বয়সী তরুণ উদীয়মান বেলিন্ডা বেনচিচের কাছে হেরে গেলেন কী করে? খেলায় জয়-পরাজয় অবশ্যই আছে এবং বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসও হারতে বাধ্য। ফর্ম চিরস্থায়ী নয়, যে কোন সময় খেলোয়াড়ের বাজে নৈপুণ্য দেখা যেতে পারে। তাই যারা বলছেন এবার ইউএস ওপেনে সেরেনাকে ঠেকানো অসম্ভব সেটাকে উড়িয়ে দিচ্ছেন তার অন্যতম প্রতিপক্ষ রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। তিনি মনে করেন সেরেনাকে হারিয়ে দেয়াটা অসম্ভব কিছু নয়। যতই দুর্দান্ত ফর্মে থাকুন সেরেনা এবং বিশ্বের বাকি টেনিস খেলোয়াড়ের জন্য হুমকি হয়ে উঠুন সে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছে মাশা। আজ থেকে শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনে নামার আগে এমন ঘোষণাই দিলেন বিশ্বের তিন নম্বর শারাপোভা। ৩৩ বছর বয়সী সেরেনা ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময়ে আছেন। ২০০২-০৩ মৌসুমে অবশ্য এমনটাই ছিলেন। ১৩ বছর পর সেই সময়ের চেয়েও দাপুটে মনে হচ্ছে তাকে। ইতোমধ্যেই এ বছরের তিন গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বল্ডন জিতেছেন। অপেক্ষায় আছেন এ বছরের শেষ ইউএস ওপেন জিতে ‘ক্যালেন্ডার সøাম’ গড়ার। সাবেক জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের মতোই ২২ গ্র্যান্ডসøাম জয়ের দারুণ সুযোগ এখন পর্যন্ত ২১ গ্র্যান্ডসøাম জয়ী সেরেনার জন্য। তাকে ঠেকাবেন কে? চরম প্রতিপক্ষ আছেন অনেকেই। তবে যে কোন গ্র্যান্ডসøামের আগেই সেরেনোর সঙ্গে শারাপোভার একটি মৌখিক লড়াই শুরু হয়ে যায়। কোর্টের ভেতরে এবং বাইরেও যেন নিজেদের চরম শত্রু তারা! তবে গত ১১ বছরে সেরেনার সঙ্গে পেরেই ওঠেননি মাশা। ২০ বার মুখোমুখি হয়েছেন তিনি সেরেনার। কিন্তু দুটি জয়ের বিপরীতে হেরেছেন ১৮ বার! সর্বশেষ এ বছর উইম্বল্ডনের সেমিফাইনালে হেরেছেন সেরেনার কাছে। এরপর হাঁটুর ইনজুরির কারণে আর কোন টুর্নামেন্টেই অংশ নেননি মাশা। গত তিনবার ইউএস ওপেন হাতছাড়া করেননি সেরেনা। সবমিলিয়ে নিজ দেশে অনুষ্ঠিত এ আসরের শিরোপা জিতেছেন ৬টি। এবার সেমিফাইনালে তার সাক্ষাত ঘটতে পারে শারাপোভার সঙ্গে। সেক্ষেত্রে টানা দুই গ্র্যান্ডসøামের সেমিতেই এ দুই চরম প্রতিপক্ষের লড়াই হবে। ১৯৮৮ সালে স্টেফি ক্যালেন্ডার সøামের সর্বশেষ ঘটনার জন্ম দিয়েছিলেন। এবার দীর্ঘ ২৭ বছর পর সেরেনারও সামনে সেই সুযোগটা হাতছানি দিচ্ছে। সেরেনার বিষয়ে শারাপোভা বলেন, ‘তিনি বিস্ময়কর পর্যায়ের টেনিস খেলছেন। কিন্তু তাই বলে সেটা অন্য খেলোয়াড়দের যোগ্যতাকে শেষ করে দেয়নি। সবারই সাহস নিয়ে এগিয়ে যাওয়া জরুরী। আমাদের সবাইকে ভাল নৈপুণ্য দেখাতে হবে। শারাপোভা এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এবং উইম্বল্ডনের সেমিতে সেরেনার কাছে হেরেছেন। তবে জিতেছেন ব্রিসবেন ও রোমে। গত বছর ফ্রেঞ্চ ওপেনও জিতেছেন শারাপোভা। ২০০৪ সালে ডব্লিউটিএ ট্যুর চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেরেনাকে হারানোর পর তার কাছে টানা ১৭ পরাজয় দেখেছেন মাশা। কিন্তু তবু দমে যেতে রাজি না শারাপোভা। তিনি বলেন, ‘আমরা যদি মনে করি তাকে হারানো যাবে না সেক্ষেত্রে আসলে তার বিপক্ষে কোর্টে নামাই উচিত হবে না। গ্র্যান্ডসøামের পরিবেশে সবাই নিজের ম্যাচে প্রতিপক্ষের মুখোমুখি হয় খুব গুরুত্বের সঙ্গে।’ তবে সেরেনা এবার ইউএস ওপেন জিতবেন কিনা সে প্রসঙ্গে শারাপোভা বলেন, ‘সেটাই বলা নিরাপদ যে তিনি জিতবেন। এ রকম একটি পজিশনে থাকতে পারাটা তার জন্য বাড়তি পাওনা। এখানে অতীতে তিনি দারুণ কিছু স্মৃতি ফেলে রেখেছেন এবং এবার পারলে একটা ইতিহাস হবে।’
×