ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫০, ৩১ আগস্ট ২০১৫

বিপ্লবী বাঘা যতীনের  মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩০ আগস্ট ॥ প্রায় ২শ’ বছরের ইংরেজ রাজত্বের ভিত্তিমূলে আঘাত হেনে স্বাধীনতা অনিবার্য করে তুলেছিলেন যাঁরা তাদের অন্যতম বিপ্লবী ‘বাঘা যতীন’। পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এতদিন তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী অনেকটা নীরবেই পেরিয়ে গেছে। তবে এবারই প্রথম শহীদ বাঘা যতীনের মৃত্যু শতবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ-ভারত সরকারের মন্ত্রীসহ দুই দেশের অতিথি থাকবেন কুমারখালী উপজেলার নিভৃত কয়া গ্রামে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় কয়া গ্রামে দিনব্যাপী চলবে মৃত্যুবার্ষিকী এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রীমতি স্মৃতি জুবিন ইরানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের অধিনায়ক ও গণআদলতের অন্যতম বিচারক লেঃ কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী ও ভারতের ইনস্টিটিউট অব সোশাল এ্যান্ড কালচারাল স্টাডিজের চেয়ারম্যান অরিন্দম মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাঘা যতীন মৃত্যু শতবার্ষিকী পালন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ এবং স্বাগত বক্তব্য রাখবেন কমিটির প্রধান সমন্বয়কারী লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে ‘উপমহাদেশের মুক্তি সংগ্রামে বিপ্লবী বাঘা যতীনের অবদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বাঘা যতীনের মৃত্যু শতবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম চেয়ারম্যান অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাঘা যতীনের পৌত্র ইন্দুজ্যোতি মুখোপাধ্যায়। অপরদিকে আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ দল বাঘা যতীনের জন্মস্থান থেকে মাটি নিয়ে উড়িষ্যায় বাঘা যতীনের মৃত্যু শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। বাঘা যতীন ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
×