ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে ছিনিয়ে নেয়া আসামি পুলিশে দিল এলাকাবাসী

প্রকাশিত: ০৫:৫৪, ৩১ আগস্ট ২০১৫

সিরাজগঞ্জে ছিনিয়ে নেয়া আসামি পুলিশে দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তোজাম্মেল হোসেনকে ডিবি পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার ২ দিন পর এলাকাবাসী তোজাম্মেল হোসেনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সারটিয়া গ্রামে। রবিবার দুপুরে শিয়ালকোল ইউনিয়ন পরিষদে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তর সারটিয়া গ্রামের আমেনা মনসুর স্কুল মাঠে খেলা চলার সময় আসামি তোজামকে ডিবি পুলিশ আটক করে হ্যান্ডকাপ পরায়। তাকে নিয়ে পুলিশ থানার উদ্দ্যেশে রওনা হবার কিছু পরই তার আত্মীয়স্বজন পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর ও মারপিট করে আসামিকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় একই দিন রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। ছিনিয়ে নেয়া আসামিসহ এর সহযোগীদের আটকের জন্য পুলিশ গত ২ দিন এলাকায় অভিযান চালায়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করে ও আদালতে রিমান্ড আবেদন করে।
×