ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজন হত্যা মামলায় আসামিদের ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৫:২২, ১ সেপ্টেম্বর ২০১৫

রাজন হত্যা মামলায় আসামিদের ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার পলাতক তিন আসামিকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সিলেটের প্রথম মহানগর হাকিম আদালতের বিচারক শাহেদুল করিম এই আদেশ দেন। তিন আসামি হলো- সদর উপজেলার শেখপাড়ার কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও একই এলাকার পাভেল আহমদ। এর আগে গত সোমবার এ আদালতই গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের সম্পত্তি বাজেয়াফতের নির্দেশ দিয়েছিল। আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে তোলপাড় হয় সারাদেশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ গত ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। এতে রাজন হত্যার পর সৌদি আরবে পালিয়ে যাওয়া কামরুল, তার ভাই শামীম এবং পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের গ্রেফতারে পরোয়ানা জারি করে। পরদিন কামরুল ও শামীমের মালামাল বাজেয়াফত করে জালালাবাদ থানা পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন- কামরুলের ভাই আলী হায়দার, মুহিত আলম, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।
×