ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঘা যতীনের মৃত্যুবার্ষিকী

দেশের জন্য যাঁরা আত্মবলী দিয়েছেন, তাঁদের স্মরণ করতে হবে ॥ ইন্দু জ্যোতি

প্রকাশিত: ০৬:৫৬, ৩ সেপ্টেম্বর ২০১৫

দেশের জন্য যাঁরা আত্মবলী দিয়েছেন, তাঁদের স্মরণ করতে হবে ॥ ইন্দু জ্যোতি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ সেপ্টেম্বর ॥ ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আত্মত্যাগী বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে ‘বাঘা যতীন’-এর মৃত্যুশতবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ-ভারত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা যতীনের পৌত্র ইন্দুজ্যোতি মুখোপাধ্যায় বলেছেন, ‘দেশ মাতৃকার জন্য এ দেশের মাটিতে অসংখ্য মানুষ আত্মবলী দিয়ে গেছেন। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত। সেই সব বীর সেনানীদের আমাদেরকে আজ স্মরণ করতে হবে। তিনি বলেন, বাঘা যতীনের পৌত্র হতে পেরে আমি গর্বিত’। বুধবার বেলা ১১টায় বাঘা যতীনের জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিভৃত ‘কয়া’ গ্রাম পরিণত হয় যতীনের পৌত্রসহ দু’দেশের নাগরিক এবং সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের এক মিলনমেলায়। শহীদ বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকী পালন জাতীয় কমিটিসহ বাংলাদেশ-ভারতের মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক সমাজ এবং মুক্তিযুদ্ধোত্তর প্রজন্ম কয়া কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এবং সভাপতিত্ব করেন বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকী জাতীয় কমিটির যুগ্ম চেয়ারম্যান অধ্যাপক মুনতাসীর মামুন। অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের অধিনায়ক ও গণআদালতের অন্যতম বিচারক লেঃ কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, ভারতের ইন্সটিটিউট অব সোশাল এ্যান্ড কালচারাল স্টাডিজের সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায়, ভারতের কমিটি ফর সেকুলারিজমের বিদ্যুত দেবনাথ, মুক্তিযোদ্ধা কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশীদ, কুমারখালীর ইউএনও সাহেলা আক্তার, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান ড. রফিকুল হাসান, এ্যাডভোকেট বায়েজীদ আক্কাস, মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু প্রমুখ। অনুষ্ঠানে বাঘা যতীনের শহীদস্থল উড়িষ্যার বালাশোরের কপ্তিপোদা থেকে মাটি ও গঙ্গাজল সংগ্রহ করে এনে বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকীকে যোগ দেন ভারতীয় অতিথিবৃন্দ। পরে সেগুলো বাংলাদেশ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে বাংলাদেশ নেতৃবৃন্দ বাঘা যতীনের জন্মস্থান থেকে মাটি নিয়ে আগামী ১০ সেপ্টেম্বর যোগ দেবেন উড়িষ্যায় বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকীর অনুষ্ঠানে। মহান এই বিপ্লবী নেতা মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর উড়িষ্যার বালাশোরের কপ্তিপোদায় ইংরেজ বাহিনীর সঙ্গে এক সম্মুখযুদ্ধে শহীদ হন। সাতক্ষীরায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বিচারকের বাসায় শিশু নির্যাতন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দেশজুড়ে আলোচিত দশ বছর বয়সী গৃহকর্মী শিশু বীথিকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় সাতক্ষীরার বিচারিক হাকিম মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী নাতাশার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলার জন্য লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। বীথির বাবা গোলাম রসুল বাদী হয়ে মেয়ের উপর বর্বর নির্যাতনের বিচার চেয়ে মঙ্গলবার রাত ১১টায় অভিযোগটি থানায় জমা দেন। অভিযোগপত্র থানায় জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি (তদন্ত) বুধবার বিকেলে বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় মামলা রেকর্ড হয়নি। অভিযোগের বিবরণীতে ম্যাজিস্ট্রেটের বাসায় নিয়ে আসা সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী সোহরাব হোসেনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
×