ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তি পাচ্ছে ‘মা বাবা সন্তান’

প্রকাশিত: ০৭:০৫, ৩ সেপ্টেম্বর ২০১৫

মুক্তি পাচ্ছে ‘মা বাবা সন্তান’

সংস্কৃতি ডেস্ক ॥ আগামীকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে মুকুল নেত্রবাদি পরিচালিত নতুন চলচ্চিত্র ‘মা বাবা সন্তান’। মুকুল নেত্রবাদির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মা বাবা সন্তান’ চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফাহিম চৌধুরী ও চমক তারা। নতুন এ জুটির দ্বিতীয় চলচ্চিত্র এটি। এর আগে ‘শাদী’ নামে একটি চলচ্চিত্রে তাদের দেখা গিয়েছিল। ‘মা বাবা সন্তান’ চলচ্চিত্রে গান রয়েছে ৫টি। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন নবাগত জিএম রহমান রনি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আগুন, মনির খান, আঁখি আলমগীর, শাহনাজ রহমান স্বীকৃতি, আলম আরা মিনু, আরিফ ও কনা। চলচ্চিত্র নির্মাতা নেত্রবাদি মুকুল বলেন, বাবা-মা ও সন্তানের মধ্যে টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মা বাবা সন্তান’। আগামীকাল শুক্রবার ৮০টি হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। হল বুকিংয়ের কাজ শেষ। ফাহিম চৌধুরী ও চমক জুটি অনেক ভাল অভিনয় করেছে। আশা করছি দর্শক তাদের অভিনয় দেখে মুগ্ধ হবেন। এদিকে তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি আগামীকাল দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মৃক্তি পাচ্ছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। নাম ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।
×