ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গড়াই নদীতে চাল বোঝাই ট্রলারডুবি নিখোঁজ ৪

প্রকাশিত: ০৫:৫৭, ৪ সেপ্টেম্বর ২০১৫

গড়াই নদীতে চাল বোঝাই ট্রলারডুবি নিখোঁজ ৪

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩ সেপ্টেম্বর ॥ ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে চালবাহী একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে ৪ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গড়াই নদীর লাঙ্গলবাধ বাজার গরুহাট এলাকায় এই ট্র্রলারডুবির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, লাঙ্গলবাধ বাজার থেকে ১৫২ বস্তা চাল নিয়ে ইঞ্জিন চালিত একটি ট্রলার পাংশা থানার বি-কয়ার উদ্দেশে রওনা হয়। ট্রলারটি লাঙ্গলবাধ বাজার গরুহাটের কাছাকাছি পৌঁছলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৪ চাল ব্যবসায়ীর আর কোন সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তারা নিখোঁজ। তাৎক্ষণিকভাবে নিখোঁজ চাউল ব্যবসায়ীদের পরিচয় পাওয়া যায়নি। ডুবুরিরা অবিরাম চেষ্টা চালিয়েও চালবাহী নৌকা ও সঙ্গে থাকা ব্যবসায়ীদের কোন সন্ধান পায়নি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। শৈলকুপা থানার ওসি ও লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের আইসি জানান, গড়াই নদীতে চালবাহী একটি নৌকা ডুবে ৪ চাল ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তবে ঘটনাস্থল তার পুলিশ ক্যাম্পের পাশে হলেও শৈলকুপা থানার আওতাধীন নয়। এটি মাগুরার শ্রীপুর থানার মধ্যে পড়েছে।
×