ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোসি-রূপুর চোখে মামুনুলদের নৈপুণ্য

প্রকাশিত: ০৬:৩১, ৫ সেপ্টেম্বর ২০১৫

জোসি-রূপুর চোখে মামুনুলদের  নৈপুণ্য

স্পোর্টস রিপোর্টার ॥ ‘অস্ট্রেলিয়া যে মানের দল তাতে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান আকাশ-পাতাল। এ রকম দলের সঙ্গে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারণা নেই। আমি তো ভেবেছিলাম বাংলাদেশ বুঝি ওদের কাছে ১৫-০ গোলে হারবে। কিন্তু যখন শুনলাম (ম্যাচটা আমি দেখতে পারিনি) বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে, তখন আমি বেশ বিস্মিত হয়েছি। কেননা, এটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক সম্মানজনক ফল।‘ কথাগুলো কাজী জসীমউদ্দিন জোসির। মোহামেডানের সাবেক তারকা এই ফুটবলার এখন এই ক্লাবেরই কোচ। শুক্রবার সোনালী অতীত ক্লাবে বসে জনকণ্ঠের সঙ্গে ফোনালাপে তিনি আরও যোগ করেন, ‘মামুনুলদের সৌভাগ্য তারা অস্ট্রেলিয়ার সঙ্গে এ রকম উঁচুমানের দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে। ম্যাচে বলের দখল ছিল অস্ট্রেলিয়ার (৮০%)। তারপরও তারা পাঁচ গোলের বেশি করতে পারেনি। আমি আশা করি বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লড়াইয়ে অস্ট্রেলিয়া যখন ঢাকায় খেলতে আসবে, তখন হয় তো বাংলাদেশই আবারও হারবে। কিন্তু পার্থের চেয়ে আরও ভাল ফল করবে তারা।’ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের জর্দানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওই ম্যাচের আগেই কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করেছে ‘বেঙ্গল টাইগার্স’রা। ৫-০ গোলে বৃহস্পতিবারের ম্যাচে হারলেও শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার পার্থ থেকে ঢাকায় বিমানযোগে আসার কথা ছিল বাংলাদেশ দলের। এশিয়ার এক নম্বর দলের বিপক্ষে বাংলাদেশ দলের পারফর্মেন্সটা বেশ ভাল ছিল বলেই মনে করছেন ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক তারকা ফুটবলার এবং বর্তমানে ক্লাবের ম্যানেজার সত্যজিত দাস রূপু। তিনি জনকণ্ঠকে বলেন, ‘ম্যাচটা ছিল একতরফা। এমন দলের বিপক্ষে তো আর সচরাচর আমাদের দেশের ছেলেরা খেলে না। প্রথমার্ধে তাদের বুঝে উঠতে উঠতেই বেশি গোল হজম করে ফেলে। তবে দ্বিতীয়ার্ধে তারা বেশ গোছানো ফুটবলই খেলে। সবচেয়ে বড় কথাÑ এ ম্যাচটা খেলার ফলে এখন মামুনুলরা নিজেদের অবস্থান সম্পর্কে একটা ভাল ধারণা পেয়েছে। আশা করি ফিরতি ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটু বেটার ফুটবল খেলবে।’ অস্ট্রেলিয়ার মতো এশিয়ার এক নম্বর দলের বিপক্ষে খেলে বাংলাদেশ দলটার কতটা উন্নতি হলো? ‘আসলে একটা ম্যাচ দিয়ে তো আর উন্নতি-অবনতী বোঝা যায় না। তবে সামনেই (বিশ্বকাপ বাছাইয়ের) জর্দানের বিপক্ষে ম্যাচ। ওই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা তাদের আগের ম্যাচের অভিজ্ঞতাটা কাজে লাগাবে বলে মনে করি। জর্দানও কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। যদিও ঘরের মাটিতে ম্যাচ। কিন্তু তাদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয়াটাও অনেক কঠিন হবে বাংলাদেশ দলের জন্য।’
×