ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চসিক কর্মচারী বরখাস্ত

হোল্ডিং ট্যাক্স আত্মসাত

প্রকাশিত: ০৬:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৫

হোল্ডিং ট্যাক্স আত্মসাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় করে সিটি কর্পোরেশনের তহবিলে জমা করেননি এক কর আদায়কারী। তদন্তে ৯ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ায় স্বীকারোক্তি দিয়ে তা তিন মাসের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করেছেন এই কর্মচারী। চসিক সূত্রে জানা যায়, কর আদায়কারী এ কর্মচারীর নাম শওকত আলী। তিনি রাজস্ব বিভাগের ৩ নম্বর সার্কেলে কর আদায়কারী হিসেবে কাজ করে আসছিলেন। ওই সার্কেলের দুটি হোল্ডিংয়ের কর আদায় করে জমা না দেয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে পড়ে বড় ধরনের জালিয়াতি। বৃহস্পতিবার কর্তৃপক্ষ তাকে তলব ও জিজ্ঞাসাবাদ করে। কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের তদন্তে দেখা যায়, তিনি এ পর্যন্ত একই কায়দায় ৯ লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে আত্মসাত করেছেন। কর্তৃপক্ষের কাছে নিজ অপরাধের কথা স্বীকারও করেন। এ ঘটনায় তাকে গত ১৩ আগস্ট চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অপরাধ স্বীকার করে তিনি তিন মাসের মধ্যে এ অর্থ ফেরত দেয়ার অঙ্গীকার করেন। প্রথম ধাপে পরিশোধ করেন ৫০ হাজার টাকা। নিজের দেয়া সময়সীমার মধ্যে বাকি অর্থ পরিশোধ না করতে পারলে তা তার প্রভিডেন্ট ফান্ড থেকে কর্তন করে সমন্বয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×