ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিভিতে মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘১৯৭১’

প্রকাশিত: ০৬:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৫

বিটিভিতে মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘১৯৭১’

সংস্কৃতি ডেস্ক ॥ মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক অহঙ্কারের বিষয়। জাতীয় জীবনে যে সব ঘটনা জীবনব্যাপী লালন করে তার চেতনায় দুর্বার গতিতে এগিয়ে যায় দেশ দেশের মানুষ সেই সব ঘটনার অন্যতম হলো স্বাধীনতা সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় আজ শনিবার থেকে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘১৯৭১’। মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনায় রয়েছেন আবু তৌহিদ। ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আতাউর রহমান, আফরোজা বানু, লিটু আনাম, মাজনুন মিজান, তাজিন আহমেদ, ডাঃ এজাজুল ইসলাম, হাফিজুর রহমান সুরুজ, শানু, হৃদয় চৌধুরী, আইরিন পারভীন লোপা, রফিকুল্লা সেলিমসহ আরও অনেকে। নাটকটি প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় বিটিভিতে প্রচার হবে। মুক্তিযুদ্ধ চলাকালীন অবরুদ্ধ ঢাকা শহরে গেরিলা অপারেশন নিয়ে ১৯৭১ ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে। নাটকে গল্পের শুরু মার্চের প্রথম দিন থেকে। এরপর উঠে এসেছে ২৫ মার্চের গণহত্যার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুক্তিযুদ্ধে যোগদান এবং যুদ্ধ শুরুর গল্প। জুন থেকে ঢাকা শহরে শুরু হয় গেরিলা অপারেশন। ধারাবাহিকটিতে সেই সব অপারেশন এসেছে প্রাসঙ্গিকভাবে। ১৯৭১ ধারাবাহিকটির কাহিনী এগিয়েছে সরকারী চাকরিজীবী জালাল সাহেবের পরিবারকে কেন্দ্র করে। স্ত্রী, এক ছেলে আর দুই মেয়ে নিয়ে তার সংসার। বাড়িতে থাকে তার এক শ্যালকও। ছেলে মোরশেদ বিশ্ববিদ্যালয়ে পড়ে। বড় মেয়ে মায়ার বিয়ে হয়ে গেছে। তার স্বামী কলেজের শিক্ষক। ছোট মেয়েটি কলেজে পড়াশোনা করছে। ভালই চলছিল সবকিছু। কিন্তু মার্চের শুরুতেই সব এলোমেলো হতে শুরু করে। দেশের সাত কোটি বাঙালীর সঙ্গে একাত্ম হয়ে যায় জালাল সাহেবের পরিবারও। বিশেষ করে মোরশেদ কোনভাবেই পাকিস্তানীদের সময়ক্ষেপণ মেনে নিতে পারে না। তার নিশ্চিত বিশ্বাস, ভেতরে ভেতরে ভয়াবহ কোন পরিকল্পনা আঁটছে ইয়াহিয়া খান আর ভুট্টো। ২৫ মার্চের কালরাত্রির পর সবার কাছে সব পরিষ্কার হয়ে যায়। মোরশেদ আর তার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবে। এদের কেউ বাবা-মাকে রাজি করিয়ে, কেউ কেউ না বলেই সীমান্ত পেরিয়ে এক সময় ভারতে চলে যায়। প্রশিক্ষণ শেষে ঢাকায় ফিরে শুরু করে গেরিলা অপারেশন। এই গেরিলারা খোদ রাজধানীকেই পাকিস্তানীদের জন্য ভীতিকর করে তোলে। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিক ‘১৯৭১’ নাটকের কাহিনী।
×